Pakistan: পাকিস্তানে গির্জায় আগুন, খ্রিস্টানদের বাড়িতে ভাঙচুর! উদ্বিগ্ন জো বাইডেন…

Pakistan: পাকিস্তানে গির্জায় আগুন, খ্রিস্টানদের বাড়িতে ভাঙচুর! উদ্বিগ্ন জো বাইডেন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে কি সংখ্যালঘুরা বিপন্ন? গতকাল, বুধবার থেকে সেখানে যা ঘটছে তা থেকে এমন মনে করাটা খুব অন্যায় হবে না বলেই মত সংশ্লিষ্ট মহলের। সেখানে উন্মত্ত জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে একের পর এক গির্জায়–এই ছবি দেখে শিউরে উঠছেন সকলে। সংখ্যালঘু খ্রিস্টান মহল্লার বাড়িগুলিতেও চলছে লুটপাট! পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ-সহ বেশ কিছু এলাকায় এই ছবি।

পাকিস্তানে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  জো বাইডেন সরকারে বিদেশ দফতরের মুখপাত্র জানান, পঞ্জাব প্রদেশে খ্রিস্টানদের বিরুদ্ধে হিংসার ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি বলেন, অবিলম্বে পাকিস্তান সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

কেন পাকিস্তানে এমন করা হচ্ছে?

জানা যাচ্ছে, মূল অভিযোগ ‘ব্লাসফেমি’ বা ঈশ্বরনিন্দা বা ধর্ম অবমাননার। এই অভিযোগ তুলে এর আগে সেখানে হিন্দুদের উপরও হামলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানকার মন্দিরে। এ বার একই ঘটনা সেখানকার খ্রিস্টানদের কেন্দ্র করে।

এই ‘ব্লাসফেমি’র অভিযোগ তুলেই পাক কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলি এবার খিস্টানদের নিশানা করেছে বলে অভিযোগ। ধর্ম অবমাননার অভিযোগে পুলিস দুই খ্রিস্টান তরুণকে গ্রেফতার করার পরে বুধবার উত্তেজনা ছড়ায় সেখানে। আক্রান্ত হয় চার্চ এবং খ্রিস্টান মহল্লাগুলি।

(Feed Source: zeenews.com)