ঠিক দুপুরে উবে যাবে ছায়া, ২০২৩-এ দ্বিতীয়বার! সাক্ষী থাকবে এই শহর

ঠিক দুপুরে উবে যাবে ছায়া, ২০২৩-এ দ্বিতীয়বার! সাক্ষী থাকবে এই শহর

ছায়ার সঙ্গে যুদ্ধ করে গায়ে ব্যথা হওয়ার কোনও উপায়ই রইল না বেঙ্গালুরুতে। একই বছরে দ্বিতীয়বার। অদ্ভুত ঘটনার সাক্ষী থাকছে ভারতের সিলিকন সিটি বেঙ্গালুরু। ১৮ অগাস্ট ২০২৩ ‘জিরো শ্যাডো ডে’ হিসেবে চিহ্নিত হয়েছে এই শহরে।

২০২৩ সালে দ্বিতীয়বার ‘জিরো শ্যাডো ডে’ নামে পরিচিত এক বিশেষ ঘটনার সাক্ষী থাকছেন কর্নাটকের বেঙ্গালুরু শহরের বাসিন্দারা। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দিনের বেলায় আকাশে গনগনে সূর্য থাকলে পৃথিবীর বুকে যেকোনও বস্তুর ছায়া পড়ে। তবে তার দৈর্ঘ এক এক সময় এক এক রকম হতে পারে। সেটাই স্বাভাবিক। কিন্তু মেঘলা দিন না হলেও ১৮ অগাস্ট বেঙ্গালুরুর মাটিতে কারও ছায়া পড়ছে না, এমনটা বিরল। তবে এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। বরং ছায়া পড়ার মতো না-পড়াও স্বাভাবিক, বলছেন বিজ্ঞানীরা।

এই বিশেষ ঘটনা কখনও কখনও ঘটে। সেই দিনকে জিরো শ্যাডো ডে হিসেবে চিহ্নিত করা হয়, যেদিন কারও ছায়া পড়ে না মাটিতে। বেঙ্গালুরু শহরে এই বছরই একবার এমন দিন পেরিয়ে গিয়েছে। ১৮ অগাস্ট দ্বিতীয়বার।

আসলে সূর্যের উত্তরায়নের সময় তা একেবারে মাথার উপর চলে এলে ছায়া পড়ে একেবারে বিপরীতে। অর্থাৎ, সূর্য যখন মাথার একেবারে উপরে থাকে, তখন ছায়া পড়ে সরাসরি পায়ের তলায়। সেই মুহূর্তে কোনও মানুষ খোলা আকাশের নিচে দাঁড়ালে তিনি দাঁড়িয়ে থাকবেন ঠিক তাঁর ছায়ার উপরই। কোনও এক বিশেষ মুহূর্তে তৈরি হবে এই ছায়াশূন্যতা।

১৮ অগাস্ট দুপুর ১২টা ২৪ মিনিটে সূর্য সরাসরি মানুষের মাথার উপরে থাকবে। তখন কেউ কারও ছায়া দেখতে পাবেন না। এটি ছায়াশূন্য দিন হিসেবে চিহ্নিত হবে।

কিন্তু একই বছরে দু’বার কেন ছায়াশূন্য হচ্ছে বেঙ্গালুরু!

আসলে এমন ঘটনাও নিতান্ত স্বাভাবিক। ১৮ অগাস্ট দুপুর ১২ টা ২৪ মিনিটে সূর্য সরাসরি মাথার উপরে থাকবে। তখনও কোনও বস্তুর ছায়া পড়বে না।

বৈজ্ঞানিক ভাবে ছায়াশূন্য দিন বছরে দু’বারই দেখা যাওয়ার কথা। কর্কট ক্রান্তীয় এবং মকর রাশির ক্রান্তীয় অঞ্চলের কারণেই এমন হওয়ার কথা।

(Feed Source: news18.com)