ভুলেও কাঁচা খাবেন না এইসব সবজি! স্যালাড খেতে গিয়ে পেটে যাবে কৃমি

ভুলেও কাঁচা খাবেন না এইসব সবজি! স্যালাড খেতে গিয়ে পেটে যাবে কৃমি

ফল হোক বা সবজি রান্না করলে তাপের প্রভাবে অনেক গুণ নষ্ট হয়ে যায়৷ তাই কাঁচা খাওয়া শরীরের পক্ষে বেশি ভাল৷ খাদ্য সম্পর্কে বেশিরভাগ সকলের ধারণা এমনটাই। বিশেষজ্ঞরা অবশ্য সাবধান করছেন কাঁচা খাওয়ার আগে। কিন্তু কাঁচা খেলে সমস্যা ঠিক কী হয়?

আয়ুর্বেদ বিশেষজ্ঞ ড: ডিম্পল জাঙ্গড়া জানালেন,‘‘কাঁচা ফল এবং সবজিতে ই কোলাই, ফিতাকৃমি বা ফিতাকৃমির ডিমের মতো পরজীবী এবং ব্যাকটেরিয়া থাকে’’৷

আয়ুর্বেদ বিশেষজ্ঞ ড: ডিম্পল জাঙ্গড়া জানালেন,‘‘কাঁচা ফল এবং সবজিতে ই কোলাই, ফিতাকৃমি বা ফিতাকৃমির ডিমের মতো পরজীবী এবং ব্যাকটেরিয়া থাকে’’৷

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ড: ডিম্পল সবাইকে এই বিষয়ে সাবধান করেছেন৷ তিনি বলেন এই পরজীবী এবং ব্যাক্টেরিয়াগুলি রক্তনালীতে এমনকি আমাদের মস্তিস্কেও প্রবেশ করতে পারে৷ ‘‘এগুলি সিস্টিসারকোসিস, খিঁচুনি, মাথাব্যথা, লিভারের ক্ষতি এবং এমনকি পেশীতে সিস্টের মতো গুরুতর রোগের কারণ হতে পারে’’, বলেছেন ড: ডিম্পল৷ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ড: ডিম্পল সবাইকে এই বিষয়ে সাবধান করেছেন৷ তিনি বলেন এই পরজীবী এবং ব্যাক্টেরিয়াগুলি রক্তনালীতে এমনকি আমাদের মস্তিস্কেও প্রবেশ করতে পারে৷ ‘‘এগুলি সিস্টিসারকোসিস, খিঁচুনি, মাথাব্যথা, লিভারের ক্ষতি এবং এমনকি পেশীতে সিস্টের মতো গুরুতর রোগের কারণ হতে পারে’’, বলেছেন ড: ডিম্পল৷

কোন কোন সবজি কাঁচা খাবেন না, দেখে নিন তালিকা

কোন কোন সবজি কাঁচা খাবেন না, দেখে নিন তালিকা

বাঁধাকপি অনেকেই স্যালাড হিসেবে বাঁধাকপির ব্যবহার করে থাকেন৷ কিন্তু বাঁধাকপির পাতায় ফিতাকৃমির ডিম থাকার সম্ভাবনা থাকে৷ খালিচোখে এইসব ফিতাকৃমি দেখা যায় না৷ তাই কাঁচা বাঁধাকপি এড়িয়ে চলাই ভাল৷

বাঁধাকপি
অনেকেই স্যালাড হিসেবে বাঁধাকপির ব্যবহার করে থাকেন৷ কিন্তু বাঁধাকপির পাতায় ফিতাকৃমির ডিম থাকার সম্ভাবনা থাকে৷ খালিচোখে এইসব ফিতাকৃমি দেখা যায় না৷ তাই কাঁচা বাঁধাকপি এড়িয়ে চলাই ভাল৷

ক্যাপসিকাম ক্যাপসিকামের মাথা কেটে বীজগুলি বের করে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলা দরকার৷

ক্যাপসিকাম
ক্যাপসিকামের মাথা কেটে বীজগুলি বের করে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলা দরকার৷

কচু পাতা কচু পাতা বা কচু শাকের খাওয়ার আগে গরম জলে ধুয়ে নিন৷ আয়ুর্বেদাচার্য জানালেন, শুধু কচু নয়, পালং এবং অন্যান্য বেশিরভাগের কাঁচা শাক খাওয়ার ক্ষেত্রেই বাড়তি সতর্কতা প্রয়োজন৷

কচু পাতা
কচু পাতা বা কচু শাকের খাওয়ার আগে গরম জলে ধুয়ে নিন৷ আয়ুর্বেদাচার্য জানালেন, শুধু কচু নয়, পালং এবং অন্যান্য বেশিরভাগের কাঁচা শাক খাওয়ার ক্ষেত্রেই বাড়তি সতর্কতা প্রয়োজন৷

বেগুন বেগুনের বীজ ফিতাকৃমির আঁতুড়ঘর৷ বেগুনের বীজে অনেকসময় ফিতাকৃমির ডিম পাওয়া যায়৷ বেগুন
বেগুনের বীজ ফিতাকৃমির আঁতুড়ঘর৷ বেগুনের বীজে অনেকসময় ফিতাকৃমির ডিম পাওয়া যায়৷

ড: জাঙ্গড়ার মতে,‘‘রান্না করবার সময়ও খুব ভাল করে রান্না করা উচিত বেগুন, যাতে ফিতাকৃমি, ফিতাকৃমির বীজ এবং পরজীবী গুলি মারা যায়৷ এমনকী অনেক পরিবারই এইসব কারণে বেগুন খান না৷’’

ড: জাঙ্গড়ার মতে,‘‘রান্না করবার সময়ও খুব ভাল করে রান্না করা উচিত বেগুন, যাতে ফিতাকৃমি, ফিতাকৃমির বীজ এবং পরজীবী গুলি মারা যায়৷ এমনকী অনেক পরিবারই এইসব কারণে বেগুন খান না৷’’

তবে ভাল করে রান্না করলে সমস্যা অনেকটাই কমে আসে। গরম তেলের এবং তাপে বিনষ্ট হয় ক্ষতিকারক পরজীবীর দল৷

তবে ভাল করে রান্না করলে সমস্যা অনেকটাই কমে আসে। গরম তেলের এবং তাপে বিনষ্ট হয় ক্ষতিকারক পরজীবীর দল৷

(Feed Source: news18.com)