Indore Shootout: পোষ্য নিয়ে বিবাদে গুলি! মৃত ২, জখম ৬

Indore Shootout: পোষ্য নিয়ে বিবাদে গুলি! মৃত ২, জখম ৬

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোষ্য নিয়ে বিবাদে চলল গুলি! প্রাণ গেল ২ জনের। জখম ৬। মূল অভিযুক্ত, তাঁর ছেলে আর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাস্থল, মধ্যপ্রদেশের ইন্দোর।

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজপাল সিং রাজাওয়াত। পেশায় তিনি নিরাপত্তারক্ষী। কাজ করেন ইন্দোরের একটি ব্যাঙ্কে। স্রেফ লাইন্সেস নয়, একটি বন্দুকও আছে রাজপালের।ঘড়িতে তখন ১১। রাতে এলাকার একটি সরু গলি দিয়ে হাঁটছিলেন রাজপাল ও তাঁর প্রতিবেশী বিমল আমচা। সঙ্গে ছিল তাঁদের পোষ্য দুটি কুকুরও। এরপর যা হয়।একে অপরকে দেখে ফুঁসতে থাকে ওই দুটি কুকুর। আর তাতেই ঘটে বিপত্তি।

অভিযোগ, প্রথমে বচসা বাধে দুই প্রতিবেশীর। শেষে বাড়ির একতলার বারান্দা থেকে বিমলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন রাজপাল! গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তি ও এক আত্মীয়ের। গুলি লাগে ওই আত্মীয়ের অন্তঃস্বত্ত্বার স্ত্রীরও! রেহাই পাননি ৬ পথচারীও।  পুলিস সূত্রে খবর, মূল অভিযুক্ত রাজপাল সিং রাজাওয়াতের বাড়ি গোয়ালিয়রে। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থাকার কারণে ইন্দোরে একটি ব্যাঙ্কে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি পান তিনি।

(Feed Source: zeenews.com)