যাদবপুর দেখে শিখল বর্ধমান, র‍্যাগিং রুখতে বিরাট পদক্ষেপ হস্টেল কর্তৃপক্ষের

যাদবপুর দেখে শিখল বর্ধমান, র‍্যাগিং রুখতে বিরাট পদক্ষেপ হস্টেল কর্তৃপক্ষের

বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর জের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা ভাবে হস্টেল বণ্টনের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে নড়েচড়ে বসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

র‍্যাগিং রুখতে প্রতি হস্টেলে কড়া নজরদারি চালানো হবে। বহিরাগত রুখতে হস্টেলের প্রতিটি রুমের নাম্বারিং করার পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র থাকছে তাঁর তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা নোটিস বোর্ডে লাগানো হবে। সেই তালিকা হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে। এবং সেই তালিকার বাইরে কারা হস্টেলগুলিতে ঢুকছে বের হচ্ছে তা সময়-সহ নথিভুক্ত করা হবে রেজিস্টার-বুকে।

এছাড়াও র‍্যাগিং রোধের জন্য সিনিয়র ও সুপার সিনিয়রদের দাপট কমাতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেলের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস পাণিগ্রাহীর সভাপতিত্বে তড়িঘড়ি ডাকা বৈঠকে এই সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে। বৈঠক শেষে গৃহীত এই সিদ্ধান্ত সমূহের কথা জানিয়েছেন সহ-উপাচার্য আশিস পাণিগ্রাহী।

ঠিক কী হয়েছিল যাদবপুরে মৃত্যুর রাতে ওই ছাত্রের সঙ্গে? কেন এমন ঘটনা ঘটল? জানা যায়, গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ ভারী কিছু পড়ার শব্দ পান হস্টেলের অন্য ছাত্ররা। তাঁরা ঘর থেকে বেরিয়ে দেখেন, নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ছাত্রটি। হস্টেল সূত্রে খবর, মৃত্যুর আগে অস্বাভাবিক আচরণ করছিলেন ওই ছাত্র। মনে করা হচ্ছে তাঁকে ভয়ঙ্কর র‍্যাগিং করা হয়েছিল। ঘটনার জোর কদমে তদন্ত করছে কলকাতা পুলিশ।

(Feed Source: news18.com)