জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: গতকাল (২ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন “শব্দকুঞ্জ”এর আয়োজনে উন্মুক্ত আবৃত্তির আয়োজন করা হয়।এর নির্দেশক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন আরিফ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার এবং সহকারী প্রক্টর জনাব মেহেদী তানজীর সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। শুদ্ধ উচ্চারণ ও প্রমিত বাংলায় কথা বলার ব্রত নিয়ে এগিয়ে চলেছে আবৃত্তি সংগঠন “শব্দকুঞ্জ”।
প্রশিক্ষক আরিফ হাসান বলেন,” আমার শিক্ষার্থীদের চেষ্টা করছি আবৃত্তি শুদ্ধ উচ্চারণ নিয়ে চর্চার মাধ্যমে নতুন কিছু আবৃত্তিশিল্পী তৈরি করতে। যারা শুধু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নয় গোটা বাংলাদেশের প্রিয় আবৃত্তি মুখ হয়ে উঠবে।
সাধনা একাগ্রতা নিষ্ঠা সততা খুব প্রয়োজন আবৃত্তি করতে। শব্দকুঞ্জ চেষ্টা করছে। আর এই চেষ্টা শালপ্রাংশু হয়ে চলমান থাকবে। জয় হোক আবৃত্তির।”
(Feed Source: sunnews24x7.com)