সত্যি হল আশঙ্কা, মাটি ছোঁয়ার আগে বিপত্তি, চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল রুশ মহাকাশযান

সত্যি হল আশঙ্কা, মাটি ছোঁয়ার আগে বিপত্তি, চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল রুশ মহাকাশযান
নয়াদিল্লি: যান্ত্রিক গোলযোগ ঘিরে অশনি সঙ্কেত দেখা দিয়েছিল আগেই। আশঙ্কাই সত্য হল এবার। চাঁদের বুকে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান Luna-25 Probe. প্রায় ৫০ বছর পর রাশিয়ার তরফে চন্দ্রাভিযান শুরু হয়েছিল নতুন করে। কিন্তু গোড়াতেই বিপত্তি বাধল তাতে। চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে ভেঙে পড়ল Luna-25 Probe। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোস রবিবার বিবৃতি জারি করে দুর্ঘটনার কথা জানাল। (Russia Luna 25)

রসকসমোস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২ট বেজে ৫৭ মিনিটে Luna-25 মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে, ওই মহাকাশযানের আর অস্তিত্ব নেই। চাঁদের বুকে ভেঙে পড়েছে Luna-24. অবতরণের আগে কক্ষপথ থেকে নামানোর প্রস্তুতি চলছিল। তখনই বিপত্তি বাধে। (Russia Moon Mission)

বিবৃতি জারি করে রসকসমোস জানিয়েছে, অনিশ্চিত কক্ষপথে ঢুকে পড়ে মহাকাশযানটি। এই মুহূর্তে আর তার অস্তিত্ব নেই। চাঁদের বুকে ভেঙে পড়েছে বলেই ধারণা বিজ্ঞানীদের। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মহাকাশযানটির। যোগাযোগও করা যায়নি নতুন করে। রাশিয়ার তরফে সংক্ষিপ্ত বিবৃতি জারি করা হলেও, Luna-25 মহাকাশযানের এই পরিণতি রাশিয়াকে ধাক্কা দিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগেই Luna-25 মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে আসে। সেই সময় থেকেই প্রমাদ গুনতে শুরু করে দেন অনেকে। ঠিক কী গন্ডগোল দেখা দেয়, অবতরণের ঠিক আগে কী করে ভেঙে পড়ল, এখনও তার সদুত্তর মেলেনি। তবে রাশিয়া জানিয়েছে, Luna-25 ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সবকিছু খতিয়ে দেখে, তারাই বিশদ তথ্য জানাবে।

সোভিয়েত জমানার ইতিহাসকে পিছনে ফেলে, চন্দ্রাভিযানে নতুন ইতিহাস গড়তে উদ্যোগী হয় রাশিয়া। সেই লক্ষ্যপূরণেই Luna-25 চন্দ্রযানকে পাঠানো হয় চাঁদের উদ্দেশে। ৮০০ কেজি ওজনের Luna-25 চন্দ্রযানকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানোর লক্ষ্য ছিল। পালকের মতো চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ানোর লক্ষ্য় ছিল রসকসমোসের। ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযানও সেই প্রস্তুতিই নিচ্ছে। সব ঠিক থাকলে, চন্দ্রযান-৩ মহাকাশযানের আগে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ফেলত Luna-25. কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনো গেল না।

১৯৮৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চন্দ্রাভিযানে ফোবোস-২ মহাকাশযান পাঠিয়েছিল। চাঁদ এবং মঙ্গল গ্রহে অনুসন্ধান চালানোর দায়িত্ব ছিল ফোবোস-২ মহাকাশযানের। কিন্তু সেই অভিযান সফল হয়নি। কম্পিউটার ম্যালফাংশনের জন্য ব্যর্থ হয় অভিযান। তার পর থেকে এতদিন আর চন্দ্রাভিযানে উদ্যোগী হয়নি রাশিয়া। Luna-25 মহাকাশযানকে ঘিরে তাই উৎসাহ ছিল চরমে। তবে এমনটা যে ঘটতে পারে আগেই আঁচ করা গিয়েছিল। এ বছর জুন মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন রসকসমোসের প্রধান ইউরি বরিশভ। Luna-25 মহাকাশযানের সফল হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ বলে সরাসরিই পুতিনকে জানিয়েছিলেন তিনি।

(Feed Source: abplive.com)