পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?

পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?
হায়দরাবাদ: ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ইতিমধ্যেই বিশ্বকাপে সূচিতে একাধিক বদল ঘটিয়েছে আইসিসি। তবে ফের একবার বিশ্বকাপ সূচি নিয়ে উদ্বেগ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) তরফে পরপর দুইদিন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিশ্বকাপের একাধিক সূচি বদল করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবরের বদলে ভারত পাকিস্তানের মহাদ্বৈরথ একদিন আগে ১৫ অক্টোবর আয়োজিত হবে। সেই ম্যাচের আগে পাকিস্তান দল যাতে পর্যাপ্ত বিশ্রাম পায়, সেই কথা মাথায় রেখে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটিও ১২ অক্টোবরের বদলে ১০ অক্টোবর এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে। ঘটনাক্রমে, এই ম্যাচের আগেরদিনই আবার ওই একই মাঠে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে। পরপর দুইদিন ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা মোতায়েন নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।

সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত প্রশাসকের তত্ত্বাবধানে থাকা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিসিসিআইকে তাঁদের এই উদ্বেগের কথা জানানো হয়েছে বলেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছ। পাশাপাশি চার চারটি দল ম্যাচের আগে অনুশীলন করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে কি না, সেই নিয়েও উদ্বেগ তো রয়েইছে। শ্রীলঙ্কা ৮ অক্টোবর হায়দরাবাদে আসবে। পাকিস্তান ও নেদারল্যান্ডস ৬ অক্টোবর হায়দরাবাদেই একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার পর ৯ অক্টোবর নিউজিল্যান্ডেরও নিজামের শহরে পা রাখার কথা। তাই এক সময় একইসঙ্গে চারটি দল হায়দরাবাদে থাকবে।

সূচি বদলের সময় বিসিসিআই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সঙ্গে কোনও আাপ আলোচনা করেছিল  কি না, সেই নিয়ে স্পষ্ট কোনও ধারণা নেই। তবে এই উদ্বেগের পর গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই ভারতীয় বোর্ড কোনও সিদ্ধান্ত নেবে। তবে সূচি যদি আবারও বদল করা হয়, তবে তার ফলে বাকি সবকিছু সামাল দেওয়াটাও যে বিসিসিআইয়ের সামনে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

(Feed Source: abplive.com)