বিদেশি ল্যাপটপে বিধিনিষেধের নেপথ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্পষ্টবাক পীযূষ গোয়েল

বিদেশি ল্যাপটপে বিধিনিষেধের নেপথ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্পষ্টবাক পীযূষ গোয়েল

মন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি একটি অনুষ্ঠানে বিদেশ থেকে আমদানি করা ল্যাপটপ নিয়ে তার উদ্বেগের কথা জানালেন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ল্যাপটপ আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের অন্যতম কারণ নিরাপত্তা জনিত অনিশ্চয়তা। মন্ত্রী এও আশ্বস্ত করেন, বাইরে থেকে ল্যাপটপ আমদানি কমে গেলে কোনও সমস্যায় পড়বেন না ক্রেতারা। সরকারের উদ্যোগে ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। এছাড়াও অন্যান্য বিকল্প ব্যবস্থাগুলির কথাও ভেবে দেখা হচ্ছে, এমনই মত বাণিজ্য ও শিল্প মন্ত্রীর।

গত বৃহস্পতিবারের সভায় মিস্টার গোয়েল বলেন, গুরুতর নিরাপত্তা জনিত সমস্যা দেখা দিয়েছে। উদাহরণ সহযোগে গোয়েল বলেন, চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আসেপাশে কোনও টেসলা গাড়ি থাকার অনুমতি নেই। তারা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি নিতে চায় না। এমনকি একটি গাড়িও রাখতে দেওয়া হয় না। নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে ভারতকেও তার শক্রদের থেকে সচেতন থাকতে হবে বলে মত পীযূষ গোয়েলের।

বৃহস্পতিবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়েল। বর্তমান কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতার কথা তুলে ধরে গোয়েল বলেন, ‘ল্যাপটপগুলি আমাদের সব সময়ের সঙ্গী। ল্যাপটপ গুলিতে বহু গোপনীয় ব্যক্তিগত তথ্য আমরা সংরক্ষণ করি। কিন্তু এই ল্যাপটপ তথ্য পাচারের একটি শক্তিশালী উৎসও হতে পারে।’ মন্ত্রী তার নিজের সঙ্গে ঘটা একটি অভিজ্ঞতার কথা বলেন। একদিন সংবাদ দেখার সময় হঠাৎ এইচডিএমআই ওয়ানে পোর্টটি চলে যায়। এ’প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, ‘আমি কোনও স্পর্শ করিনি, কিন্তু তারপরেও এমন ঘটনা ঘটেছে। এখন আমি আমার নিজের ফোন ব্যবহার করতেই ভয় পাচ্ছি, এটাও চেক করে দেখতে হবে।’

ওএনডিসি প্লাটফর্ম সম্পর্কে কথা বলতে গিয়ে মিস্টার গোয়েল বলেন তিনি ওএনডিসির অন্তর্গত তিনটি বড় ই-কমার্স কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রসঙ্গত ওএনডিসি একটি সরকারি ই-কমার্স নেটওয়ার্ক। উৎপাদন ক্ষেত্রে এই নেটওয়ার্কের অধীনে থাকা কোম্পানিগুলির কিছুটা ধীর অগ্রগতির কথাও তুলে ধরেন মন্ত্রী। ওএনডিসি নেটওয়ার্কের এই কোম্পানিগুলির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া থেকে স্পষ্ট বিদেশি কোম্পানি, বিদেশি প্রযুক্তির বদলে দেশীয় ল্যাপটপেই ভরসা রাখছেন পীযূষ গোয়েল।

(Feed Source: hindustantimes.com)