কলকাতা: ‘৫ লাখ লোন নিতে চাইলে আবেদন করুন। সরকার লোন দেবে।’ এবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের সংগঠনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যাঁরা ৫ লক্ষ টাকা করে লোন পেতে চান অবিলম্বে আবেদন করুন। ইমাম-মোয়াজ্জেনদের বলছি।” একইসঙ্গে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা। ভাতা বাড়ানো হচ্ছে পুরোহিতদেরও।
লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার। ৫০০ টাকা বাড়ল মোয়াজ্জেম-ইমাম ও পুরোহিতদের ভাতা। মমতা বলেন, “আমার ক্ষুদ্র সামর্থ। তার মধ্যেই আমি বলছি, ওয়াকফকে বলব, ইমামদের ও মোয়াজ্জেমদের জন্য ৫০০ টাকা বাড়ালাম। পুরোহিতদের জন্য বাড়ালাম ৫০০ টাকা।”
মমতা এদিন আরও বলেন, “পরিযায়ী শ্রমিক যাঁরা আছেন তাঁদের জন্য কমিটি করেছি। পরিযায়ী শ্রমিকদের ডেটা আমরা তৈরি করছি। এখন যে সরকার চলছে তাতে নিরাপত্তা পর্যন্ত নেই। বাইরে যাওয়া আপনারা ছাড়ুন। এখন বাংলায় ঢেলে শিল্প আসছে। তিনটে ইকনমিক করিডর আসছে। একটু চেষ্টা করুন, কাজ পেয়ে যাবেন।”
মমতা বলেন, “আপনাদের বলছি উত্তেজিত হবেন না। না হলেই বলবে আপনারা টেররিস্ট। এন আই এ দিয়ে দেবে আবার। এখানে দাঙ্গা করলে বিজেপি করবে। ওদের সঙ্গে এখানে আবার বাম-কংগ্রেস আছে। অল ইন্ডিয়া লেভেলে আমি ‘ইন্ডিয়ার’ সঙ্গে আছি। ওদের লক্ষ্য আমি। মোদীজী ছয় মাস আর থাকবেন।”