৫ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার! বিরাট ঘোষণা মমতার, পাবেন কারা?
কলকাতা: ‘৫ লাখ লোন নিতে চাইলে আবেদন করুন। সরকার লোন দেবে।’ এবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের সংগঠনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যাঁরা ৫ লক্ষ টাকা করে লোন পেতে চান অবিলম্বে আবেদন করুন। ইমাম-মোয়াজ্জেনদের বলছি।” একইসঙ্গে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা। ভাতা বাড়ানো হচ্ছে পুরোহিতদেরও। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার। ৫০০ টাকা বাড়ল মোয়াজ্জেম-ইমাম ও পুরোহিতদের ভাতা। মমতা বলেন, “আমার ক্ষুদ্র সামর্থ। তার মধ্যেই আমি বলছি, ওয়াকফকে বলব, ইমামদের ও মোয়াজ্জেমদের জন্য ৫০০…