‘সিসিটিভি বসাবোই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, জানালেন যাদবপুরের উপাচার্য

‘সিসিটিভি বসাবোই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, জানালেন যাদবপুরের উপাচার্য

কলকাতা: উপাচার্য পদে বসেই এককথায় বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে এ বার আরও কড়া নিরপত্তার ব্যবস্থার পথে হাঁটতে চলেছেন নবনিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ৷ এর আগে তিনি শনিবার রাতে নিযুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই বলেছিলেন, বিশ্ববিদ্যালয় পঠন-পাঠনের পরিস্থিতি ফিরিয়ে আনাই এখন তাঁর লক্ষ্য৷ এ বার, অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠকের পর আরও কড়া হওয়ার কথা কার্যত বুঝিয়ে দিলেন তিনি৷

তিনি সংবাদমাধ্যমকে জানালেন, ‘‘সিসিটিভি বসাবই৷ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি বসাতেই হবে৷ ইউজিসি নির্দেশিকা মেনে সিসিটিভি বসানো হবে৷ ইউজিসির নির্দেশিকা মেনেই সমস্ত কিছু করা হবে৷ পাশাপাশি, ইউজিসি নির্দেশিকা অনুসারে হস্টেল পরিবর্তন নিয়ে যে সমস্যা রয়েছে, সেটা আলাদা করে গুরুত্ব দেওয়া হবে৷ পাশাপাশি, যাদের পরীক্ষা আছে, তাদের হস্টেল পরিবর্তন করতে যে সমস্যা হতে পারে, সেটাও দেখা হবে৷’’

পাশাপাশি, পড়ুয়া মৃত্যুর পর থেকে একাধিক মহল থেকে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যাতে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা করে হস্টেলের ব্যবস্থা করা হয়৷ সেই বিষয়ে অধ্যাপক সাউ জানিয়েছেন, ‘‘প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা অবশ্যই করে রাখব৷ হস্টেল কারা পাবে, সেটা অবশ্য অধ্যাপকরাই ঠিক করবেন৷’’

এ দিকে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অ্যান্টি ব়্যাগিং কমিটিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয় কাটানোর জন্য অভিভাবকদের সঙ্গে কথা বলবে অ্যান্টি ব়্যাগিং কমিটি। স্নাতকের প্রথম বছর থেকে শুরু থেকে স্নাতোক্কতরের দ্বিতীয় বর্ষ পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গেই কথা বলা হবে। প্রয়োজনে কাউন্সিলিং করা হবে পড়ুয়াদের। সূত্রের খবর, অ্যান্টি ব়্যাগিং কমিটিকে আরও তৎপর হওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছেন উপাচার্যের।

(Feed Source: news18.com)