‘বুধবারের বিশেষ প্ল্যান আছে’, দেশের জন্য গর্বিত করিনা জানালেন কী করবেন এই দিনে

‘বুধবারের বিশেষ প্ল্যান আছে’, দেশের জন্য গর্বিত করিনা জানালেন কী করবেন এই দিনে

করিনা কাপুর খান এমনিতেই সাংবাদিক মহলে বেশ জনপ্রিয়। সোজাসাপ্টা কথা, মজার কথা বলার জন্য সকলেই তাঁকে বেশ পছন্দ করেন। এহেন করিনা সম্প্রতি আবার মুখোমুখি হলেন সাংবাদিকদের। দিল্লির এক অনুষ্ঠানে তাঁকে পাওয়া গেল ক্যামেরার সামনে। আর তখনই উঠে এল তাঁর নতুন আগ্রহের কথা। কী সেটি?

করিনাকে এই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, এর মধ্যে তাঁর নানা পরিকল্পনার বিষয় নিয়ে। সেখানেই করিনা জানালেন আগামী বুধবার অর্থাৎ ২৩ অগস্ট তাঁর বিশেষ পরিকল্পনার কথা। কী করবেন এদিন করিনা?

করিনা জানিয়েছেন, এদিন তিনি তাঁর সন্তানদের নিয়ে সময় কাটাবেন। এবং সেটিও কোনও সাধারণ কাজ করে নেয়, এদিন তিনি তাঁর সন্তানদের নিয়ে চন্দ্রযান-৩-এর অবতরণ দেখবেন। দিল্লির এই অনুষ্ঠানে এসে করিনা বলেছেন, ‘এটি ভারতের জন্য অত্যন্ত দামি একটি মুহূর্ত। প্রত্যেক ভারতীয়র জন্যও এটি খুব গর্বের মুহূর্ত। প্রত্যেকে নিজের হৃদয়ে এই গর্বটা অনুভব করতে পারেন। ভারতীয় হিসাবে এখন তো একটাই অপেক্ষা। সেই বিশেষ মুহূর্তটার। আমরা সবাই অপেক্ষা করে আছি, এটা দেখার জন্য। প্রচুর মানুষ এই মুহূর্তটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিও এই মুহূর্তের সাক্ষী থাকতে চাই। আমিও এটি দেখব। আমার ছেলেদের নিয়েই এটি দেখব।’

প্রসঙ্গত, চন্দ্রযান-৩-এর আগামী বুধবার অর্থাৎ ২৩ অগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ঘটনাটি ঘটার কথা। এটি সরাসরি দেখার সুযোগও পাবেন সকলে। ইসরোর ওয়েবসাইটে এটি দেখা যাবে। এছাড়াও ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও দেখার সুযোগ পাবেন সকলে। দূরদর্শনেও দেখার ব্যবস্থা করা হচ্ছে। এ দিন বিকাল ৫টা ২৭ থেকে সরাসরি দেখানো শুরু হবে এই অবতরণ।

করিনার মতো ভারতের বহু মানুষ এই ঘটনার সাক্ষী হতে চান। তাঁরা নিঃসন্দেহে এ দিন এই সময়ে পর্দার সামনে অপেক্ষা করবেন চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য। আর তা থেকে ব্যতিক্রম নন করিনা কাপুরও।

(Feed Source: hindustantimes.com)