অবতরণের চূড়ান্ত পর্যায়ে চন্দ্রযান-৩! বুধবার সন্ধ্যাতেই শুরু হবে ল্যান্ডিং

অবতরণের চূড়ান্ত পর্যায়ে চন্দ্রযান-৩! বুধবার সন্ধ্যাতেই শুরু হবে ল্যান্ডিং

নিউ দিল্লি: অবতরণের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে চন্দ্রযান-৩। আগামী বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩-র ল্যান্ডার সফট-ল্যান্ড করার চেষ্টা করবে, গোটা বিষয়টি ১৫ মিনিটে শেষ হবে। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৫ মিনিটে অবতরণের প্রক্রিয়া শুরু হবে।

ISRO চেয়ারম্যান এস সোমনাথ ৯ অগাস্ট বলেন, “চন্দ্রযান ৩ বর্তমানে প্রায় ৯০ ডিগ্রিতে ঝুঁকছে। ২৩ অগাস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট থেকে অবতরণ প্রক্রিয়া শুরু হবে। গতবার চন্দ্রযান ২-এ আমাদের সমস্যা হয়েছিল।” ইসরোর ডিরেক্টর অফ স্পেস অ্যাপ্লিকেশন নীলেশ এম দেশাই নিজেই এ দিন এই তথ্য দিয়sছেন৷ ইসরোর ওই কর্তা জানিয়েছেন, ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার নির্ধারিত সময়ের দু ঘণ্টা আগে আমরা সফট ল্যান্ডিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি আমাদের মনে হয় যে চন্দ্রযানের ল্যান্ডার প্রক্রিয়ার অবস্থা এবং চাঁদের পরিবেশ অনুকূল রয়েছে, তবেই অবতরণ করানো হবেয় কিন্তু যদি মনে হয় যে পারপার্শ্বিক পরিস্থিতি অনুকূলে নেই, সেক্ষেত্রে অবতরণ পিছিয়ে ২৭ অগাস্ট করে দেওয়া হতে পারে। আমাদের লক্ষ্য চন্দ্রযানকে নির্বিঘ্নে অবতরণ করানো এবং আমরা আত্মবিশ্বাসী যে ২৩ তারিখেই চন্দ্রযান চাঁদের মাটি ছোঁবে।

আজই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে জানিয়েছেন, চন্দ্রযানের সব ব্যবস্থাই যথাযথ ভাবে কাজ করছে৷ বুধবারও চন্দ্রযানের অবতরণের আগে কোনও সমস্যা হবে না বলেই আশা প্রকাশ করেছেন ইসরোর চেয়ারম্যান৷ তিনি জানিয়েছেন, আগামী দু দিন চন্দ্রযান-৩ -এর স্বাস্থ্যের উপর কড়া নজরদারি চালানো হবে।

গত বার শেষ মুহূর্তের স্বপ্নভঙ্গের পর এবার চাঁদের মাটি ছোঁয়ার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ইসরোর বর্তমান এবং প্রাক্তন কর্তারা। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিবান এ দিন দাবি করেছেন, চন্দ্রযান ২-এর বিপর্যয়ের কারণ হিসেবে যে যে তথ্য হাতে এসেছিল, তা খুঁটিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিয়েই চন্দ্রযান-৩ কে চাঁদে পাঠানো হয়েছে। ফলে এবার নির্বিঘ্নেই চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করবে বলে আত্মবিশ্বাসী তিনিও।

(Feed Source: news18.com)