রাজার চাকরি গুগলে! দিনে এক ঘণ্টা কাজ করি, বেতন দেয় ১.২ কোটি, বলছেন ইঞ্জিনিয়ার

রাজার চাকরি গুগলে! দিনে এক ঘণ্টা কাজ করি, বেতন দেয় ১.২ কোটি, বলছেন ইঞ্জিনিয়ার

দিনে এক ঘণ্টা ধরে কাজ। আর বেতন কত জানেন? ১৫০,০০০ মার্কিন ডলার। মানে ধরুন বছরে ১.২ কোটি। বিশ্বাস হচ্ছে না? এমনটাই হয়েছে গুগলে। এক সফটওয়ার ইঞ্জিনিয়ার বয়স ২০র কাছাকাছি। তাঁর ছদ্মনাম ডেভন।ফরচুনের রিপোর্টে তেমনটাই জানা গিয়েছে।

কীভাবে কাজ করেন তিনি? সপ্তাহের প্রথমে তাঁকে দেওয়া কাজের উপর তিনি একটি কোড লিখে পাঠান। এভাবেই তিনি কাজ শুরু করেন। তবে অনেকেই বলেন গুগলে কাজের পরিবেশ নাকি বেশ ভালো। বিরাট মাইনে দেয়, ক্য়াম্পাসে বিনে পয়সায় খাবার, নানা সুবিধা। বেশ ভালো ব্যাপার।

ডেভন গুগল থেকেই ইনটার্ন হিসাবে কাজ শুরু করেছিলেন। তবে তিনি বুঝে গিয়েছিলেন চাকরিটা পেলেও বেশি কঠোর পরিশ্রম তিনি করতে পারবেন না। তবে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করতে পারেন। ইনটার্ন থাকার সময়তেও তিনি খুব দ্রুত তাঁর কোড লিখে হাওয়াইতে এক সপ্তাহের জন্য ছুটি কাটাতে চলে যেতেন।

তিনি ফরচিউনকে জানিয়েছেন, অনেকেই গুগলকে বেছে নেন কারণ কাজের পরিবেশ, কাজের জীবন আর সুযোগ সুবিধার মধ্য়ে একটা ভারসাম্য রয়েছে। আপনি অ্য়াপেলেও কাজ করতে পারেন। কিন্তু সেখানে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে। কিন্তু গুগলের ক্ষেত্রে সবাই জানে যে এটা আপনার একটা চাকরি।

ডেভন জানিয়েছেন, কয়েক হাজার সফটওয়ার ইঞ্জিনিয়ারের মতো আমিও একজন যারা জানেন কিছু না করার জন্যই তাদের বেতন দেওয়া হয়।

তবে বেশ মোটা বেতনের চাকরির অফার করে গুগল। সম্প্রতি দেখা যায় ইঞ্জিনিয়ারিংয়ের কোনও ডিগ্রি নেই, তবুও গুগলে চাকরি পেলেন পুণের এমআইটি ওয়ার্লড পিস ইউনিভার্সিটির পড়ুয়া হর্ষল জুইকার। পড়ুয়াকে বছরে ৫০ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে গুগলের মতো বিশ্বের অন‌্যতম সেরা তথ‌্যপ্রযুক্তি সংস্থা। নিজের দক্ষতার জোরে গুগলে বার্ষিক ৫০ লক্ষ টাকা বেতনের চাকরি নিশ্চিত করে ফেলেছেন হর্ষল। এমনটাই খবর।

মুম্বইয়ের ছেলে হর্ষল, স্নাতকের পর পুণের এমআইটি-ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি থেকে ব্লকচেইন প্রযুক্তিতে স্নাতকোত্তর পাস করেন। ব্লকচেইন প্রযুক্তি একটি অপ্রচলিত কোর্স যা অনেকেই বেছে নেয় না। তবে হর্ষল সেই বিষয় নিয়ে পড়েই সাফল্যকে হাতের মুঠোতে এনে ফেলল।

(Feed Source: hindustantimes.com)