কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে

কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে

মঙ্গলবারই মহমেডান স্পোর্টিং তাদের প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে বরখাস্ত করেছে। আর বুধবরাই ছিল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ। সহকারী কোচ শাহিদ রমনের অধীনেই খেলতে নেমেই আগুনে মেজাজে টালিগঞ্জকে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। ৪-০ গোলে জয় ছিনিয়ে নিল তারা।

বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোলে হারায় মহমেডান। জোড়া গোল করেন অভিজিৎ সরকার। অন্য দু’টি করছেন অভিষেক হালদার এবং গণেশ বেসরার।

এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মহমেডান। সাধারণত ময়দানের ট্রেন্ড অনুযায়ী, কোচ বদলের পরের ম্যাচেই জিততে দেখা যায় দলগুলিকে। এদিনও সেটাই অব্যাহত থাকল। বল পজেশন থেকে গোল লক্ষ্য করে শট, সবেতেই অনেকটা এগিয়ে ছিল মহমেডান। বিকাশ সিংয়ের মাইনাসে পা ছোঁয়াতে পারলে শুরুতেই এগিয়ে যেত দল। কিন্তু জায়গায় পৌঁছতে পারেননি অভিজিৎ।

তবে গোলের জন্য সাদা-কালো ব্রিগেডকে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। ম্যাচের ১৫ মিনিটের মাথাতেই মহমেডানকে এগিয়ে দেন অভিষেক হালদার। তন্ময়ের পাস থেকে অনবদ্য গোল করেন মাঝমাঠের ফুটবলার। ম্যাচের ৩০ মিনিট গড়াতেই এসেছিল আরও একটি সহজ সুযোগ। গণেশ বেসরার মাপা মাইনাসে পা ছোঁয়াতে পারেননি বিকাশ সিং। তবে ম্যাচের ৩৪ মিনিটেই সেই আক্ষেপ মিটিয়ে ব্যবধান বাড়ান অভিজিৎ সরকার। বাঁ দিক থেকে মাপা মাইনাস রেমসাঙ্গার। আলতো টোকায় বল জালে জড়ান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ফুটবলার। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান।

দ্বিতীয়ার্ধেও একই দাপট ধরে রেখে মাঠে নেমেছিল সাদা-কালো ব্রিগেডয। তবে ম্যাচ চলাকালীন হঠাৎ-ই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামে। অঝোর বৃষ্টিতেও মহমেডান গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠেছিল। ম্যাচের ৫৭ মিনিটে জুইডিকার ক্রস থেকে নীচু হেডে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন অভিজিৎ। মহমেডান ৩-০ এগিয়ে যাওয়ায় চাপে পড়ে যায় টালিগঞ্জ। প্রথমার্ধেই ম্যাচ তাদের হাত থেকে বের হয়ে গিয়েছিল। তৃতীয় গোলটির পর ক্ষীণ আশাটুকুও টালিগঞ্জের শেষ হয়ে যায়।

ম্যাচের ৬৫ মিনিটে অভিজিতের শট ক্রসপিসে না লাগলে এদিন হ্যাটট্রিক করতে পারতেন তিনি। এদিকে ম্যাচের ৭৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন গণেশ বেসরা। জোড়া গোলে ম্যাচের সেরা অভিজিৎ সরকার। এই নিয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্টের হাত ধরে গ্রুপের দুই নম্বরে উঠে এল মহমেডান। যার ফলে একধাপ নীচে চার নম্বরে নেমে গেল মোহনবাগান। কার্ড সমস্যায় এদিন ছিলেন না দলের সর্বোচ্চ গোলদাতা ডেভিড। তাতেও মহমেডান অসংখ্য গোলের সুযোগ তৈরি করেছিল। যদি সব সুযোগ কাজে লাগানো যেত, হাফ ডজন বা তার বেশি গোলেই জিততে পারত সাদা-কালোরা।

(Feed Source: hindustantimes.com)