মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মুম্বই সফরে। সেখানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আগামী ৩০ অগাস্ট মুম্বই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩০ অগাস্ট বিকেলে মুম্বই পৌঁছেই অমিতাভ-জয়ার বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। অমিতাভের বাড়ি যাওয়ার পাশাপাশি মনে করা হচ্ছে রাজ্যের বেশ কিছু বিষয় নিয়েও অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী বলেই সূত্রের খবর। ৩১ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠকে ডিনারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ের একটি বেসরকারি হোটেলে ১ সেপ্টেম্বর সকালে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়ে, বিকেলেই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
(Feed Source: news18.com)