মন্নতের সামনে প্রতিবাদ, কিং খানের বাড়ির বাইরে বসল পুলিশি প্রহরা, কেন?

মন্নতের সামনে প্রতিবাদ, কিং খানের বাড়ির বাইরে বসল পুলিশি প্রহরা, কেন?

মুম্বই: শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রাসাদোপম বাড়ি ‘মন্নত’-এর (Mannat) সামনে বসল পুলিশি পাহারা। শনিবার দুপুরেই মুম্বই পুলিশের প্রহরা বসানো হয় কারণ তাঁর বাড়ির সামনে এদিন দেখা যায় বেশ অনেকজনের দলকে প্রতিবাদ করতে। বাদশাহ এবার কাঠগড়ায় অনলাইন গেমিং অ্যাপের (online gaming app) বিজ্ঞাপন করার জন্য। কী দাবি প্রতিবাদীদের?

মন্নতের বাইরে বসল পুলিশি প্রহরা

অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন শাহরুখ খান। তাই জনগণের রোষের মুখে কিং খান। শনিবার একদল মানুষ তাঁর বাড়ির সামনে প্রতিবাদে জড়োও হন। তাঁদের দাবি, এই ধরনের অ্যাপ যুব সমাজকে ভুল পথে চালনা করে এবং তাঁদের ‘লুঠ’ করে। সেই কারণেই কোনও তারকার উচিত নয়, এই ধরনের অ্যাপের প্রচার করা।

‘আনটাচ ইউথ ফাউন্ডেশন’ সংস্থার তরফে বলা হয় তারা ‘জঙ্গলি রামি’, ‘জুপি’ ইত্যাদির মতো অনলাইন গেমিং অ্যাপ বা পোর্টালের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সেই সংস্থার তরফে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়, ‘বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা এই ধরনের বিজ্ঞাপনে কাজ করেন এবং তাঁরা সমাজকে বিপথে চালনা করার কাজ করছেন। ‘আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন’ সংস্থার তরফে শাহরুখ খানের বাংলো মন্নতের বাইরে প্রতিবাদ করা হবে।’

এই সংস্থার প্রেসিডেন্ট কৃষ্ণচন্দ্র আদল বলেন, ‘নতুন প্রজন্ম ‘জঙ্গলি রামি’ খেলতে ব্যস্ত। কেউ বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেললে পুলিশ তাদের গ্রেফতার করে, কিন্তু বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ভুল, কিন্তু তাঁরা টাকা পাচ্ছেন তাই এদের প্রচার করছেন। আমরা এই তারকাদের সিনেমা দেখে এবং তাঁদের পিছনে আমাদের অর্থ ব্যয় করে বিখ্যাত করি। আমরা এসব বিজ্ঞাপন বন্ধের দাবি জানাই। এই অ্যাপগুলো বেআইনি, আমরা সেগুলোকে গুগলে খুঁজে পাই না, কিন্তু এই অ্যাপগুলো ব্যক্তিগত ওয়েব সাইটে আপলোড করা হয়।’

তিনি আরও বলেন, ‘শাহরুখ খান ছাড়াও, আমরা অজয় দেবগণ, রকুলপ্রীত সিংহ, প্রকাশ রাজ, অনু কপূর, রানা ডাগ্গুবতী ও বিভিন্ন ক্রিকেটার যাঁরা এই গেমিং অ্যাপের প্রচার করেন তাঁদের বিরোধিতা করি। আমরা ওই সকল তারকাদের বাড়ির বাইরেও প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ বাধা দিয়েছে।’ এই ঘটনার প্রেক্ষিতে প্রায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, শাহরুখ খান, ‘এ২৩ গেমস’ নাম অনলাইন রামি পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। এই অ্যাপের বিজ্ঞাপনে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘চলুন একসঙ্গে খেলা যাক’। সপ্তাহ দুয়েকও বাকি নেই অভিনেতার নতুন ছবির মুক্তির। তার আগে এই প্রতিবাদের খবর এল প্রকাশ্যে।

(Feed Source: abplive.com)