অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পৌঁছলেন জাহ্নবী কপূর, ক্যামেরাবন্দি অভিনেত্রী

অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পৌঁছলেন জাহ্নবী কপূর, ক্যামেরাবন্দি অভিনেত্রী

নয়াদিল্লি: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Telugu Film Industry) পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। আপাতত তিনি রয়েছেন হায়দরাবাদে (Hyderabad)। তারই মাঝে সময় বের করে অভিনেত্রী দর্শন করলেন তিরুমালা (Tirumala) মন্দিরের। সোমবার সকালে ক্যামেরাবন্দি হলেন জাহ্নবী কপূর।

শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর

জুনিয়র এনটিআর ও সেফ আলি খানের সঙ্গে হায়দরাবাদে ‘দেবেরা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জাহ্নবী কপূর। তবে সেই ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করে সোমবার সকালে অভিনেত্রী পৌঁছলেন তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Sri Venkateswara Swami Temple)।

জাহ্নবী কপূর এমনিতেই নাকি ওই মন্দিরে নিয়মিত যান। সোমবার বেশ সকালের দিকেই দেখা গেল মন্দিরে পুজো দিলেন তিনি। চাইলেন আশীর্বাদ। অন্ধ্রপ্রদেশের তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ভারতের অন্যতম পবিত্র স্থান, এবং কেবল জাহ্নবী কপূরই নন, তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও এই মন্দিরে নিয়মিত আসতেন।

এদিন অভিনেত্রীকে মন্দিরে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল। জাহ্নবী একটি ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছিলেন। কোনও মেকআপ ছাড়াই যান মন্দিরে। পুজো দেন। নিরাপত্তারক্ষী ও নিজের টিমের সদস্যদের ঘেরাটোপে পৌঁছন তিনি। ছিলেন মন্দিরের ম্যানেজম্যান্ট কমিটিকর সদস্যরাও।

জাহ্নবী কপূর মন্দিরে পৌঁছেছেন, সেই খবর ছড়িয়ে পড়তেই জমতে থাকে উৎসাহী জনতার ভিড়। যদিও কারও সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়নি। বরং পুজো দিয়ে, দর্শন করে শীঘ্রই বেরিয়ে যান অভিনেত্রী।

কাজের ক্ষেত্রে, জাহ্নবী কপূরকে শেষ দেখা গিয়েছিল নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’ ছবিতে যেখানে তাঁর পারফর্ম্যান্স বেশ প্রশংসিত হয়। ছবিটি যদিও মিশ্র প্রতিক্রিয়া পায়। জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছিলেন বরুণ ধবন। এই বছর, মার্চ মাসে, তাঁর জন্মদিনের দিনে অভিনেত্রী ঘোষণা করেন যে ‘দেবেরা’র হাত ধরে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও গুলশন দেবাইয়ার সঙ্গে ‘উলঝ’।

(Feed Source: abplive.com)