দাবা বিশ্বকাপের ফাইনালে লড়াইকে কুর্নিশ, প্রজ্ঞাননন্দ উপহার পাচ্ছেন অত্যাধুনিক গাড়ি

দাবা বিশ্বকাপের ফাইনালে লড়াইকে কুর্নিশ, প্রজ্ঞাননন্দ উপহার পাচ্ছেন অত্যাধুনিক গাড়ি
চেন্নাই: দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে হারলেও প্রশংসায় ভাসছেন আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় বিস্ময় দাবাড়ুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরও এক স্বীকৃতি পেলেন চেন্নাইয়ের দাবাড়ু। এবার মাহিন্দ্রা গ্রুপ তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেবে অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি। মাহিন্দ্রা ও মাহিন্দ্রা সংস্থার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, ১৮ বছরের দাবাড়ুর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে এক্সইউভি ৪০০ ইলেকট্রিক গাড়ি।

আজেরবাইজানের বাকুতে দাবা বিশ্বকাপের ফাইনালে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন আর প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। প্রতিপক্ষ ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার স্বীকার করতে হয় চেন্নাইয়ের বিস্ময় দাবাড়ুকে। চ্যাম্পিয়ন হন কার্লসেন। রানার আপ প্রজ্ঞাননন্দ।

তবে এই ফলের পর ২০২৪ সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞাননন্দ। কানাডায় হবে যে টুর্নামেন্ট। কিংবদন্তি ববি ফিশার (Bobby Fischer) ও কার্লসেনের (Magnus Carlsen) পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞাননন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে খেললেন প্রজ্ঞাননন্দ।

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কার্লসেন পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। ভারতীয় মুদ্রায় প্রায় ৯১ লক্ষ টাকা। রানার আপ হয়ে প্রজ্ঞাননন্দ পেয়েছেন ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা।

তাঁকে নিয়ে স্বপ্ন দেখছিল গোটা দেশ। ১৮ বছরের বিস্ময় দাবাড়ুর হাত ধরে ২১ বছর পর ফের চৌষট্টি খোপের খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে ভারত, প্রার্থনা চলছিল দেশজুড়ে। কিন্তু শেষরক্ষা হয়নি। ফাইনালে হেরে যান ভারতের প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। তাঁকে হারিয়ে বিশ্বকাপ জেতেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। নরওয়ের দাবাড়ুর অভিজ্ঞতার কাছে পরাজয় স্বীকার করতে হয় চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টারকে।

যদিও প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে। ব়্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞাননন্দ। দ্বিতীয় ব়্যাপিড গেমে জিততেই হতো তাঁকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট ওঠে কার্লসেনের মাথায়।

(Feed Source: abplive.com)