ম্যাগনাস কার্লসেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ
ম্যাগনাস কার্লসেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ! যা দেখে স্তব্ধ দাবা কিংবদন্তি। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে সাড়া ফেলে দিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সি এই তরুণ ৩৯টি চালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে দেন। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেন সম্প্রতি ভারতের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে একাধিকবার হেরেছেন। এবার তিনি আর প্রজ্ঞানন্দার কাছে হেরে আরেকটি ধাক্কা খেলেন। গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে ১০ মিনিটের…





