চোট রিজার্ভ গোলকিপারদের, গুরপ্রীতকে এশিয়ান গেমসে নাও ছাড়তে পারে সুনীলের ক্লাব!

চোট রিজার্ভ গোলকিপারদের, গুরপ্রীতকে এশিয়ান গেমসে নাও ছাড়তে পারে সুনীলের ক্লাব!

ফের কঠিন সমস্যার মুখোমুখি ভারতীয় ফুটবল দল। সমস্যা বাড়তে চলেছে জাতীয় দল এবং আইএসএলের একটি ক্লাবের সঙ্গে। দ্বিতীয় এবং তৃতীয় গোলরক্ষকদের চোটের কারণে বেঙ্গালুরু এফসি আগামী মাসের এশিয়ান গেমসের জন্য গুরপ্রীত সিং সান্ধুকে জাতীয় দলের যেতে দিতে পারবে না। মঙ্গলবার ক্লাব এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে একথাই জানিয়েছেন।

সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান ও গুরপ্রীত সিং সান্ধু জাতীয় ফুটবল দলের অন্যতম তিন প্রধান স্তম্ভ। এই তিনজন ফুটবলার দলের সবচেয়ে সিনিয়ারও বটে। বর্তমানে ভারতীয় দল পর পর যে তিনটি প্রতিযোগিতা জিতেছে তার মধ্যে এই তিনজনের অবদান অনেক। গ্লাভস হাতে একা কুম্ভের মতো দুর্গ রক্ষা করে গিয়েছেন। সেই জায়গায় এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁকে না পাওয়া ভারতীয় দলের জন্য অনেক বড় ক্ষতি।

এই বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চিনে। ১৯ সেপ্টেম্বর ভারত আয়োজকদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে নামবে তারা। ২ দিন পরে মায়ানমারের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ছয়টি গ্রুপের প্রতিটি থেকে সেরা দুটি দল এবং চারটি সেরা তৃতীয় দল রাউন্ড অফ ১৬-য়ে পৌঁছে যাবে। বেঙ্গালুরু এফসির গোলরক্ষক অমৃত গোপে এবং বিক্রম লক্ষবীর সিং আহত হয়েছেন। মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসে তাদের পাওয়া সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন ক্লাবের একজন কর্মকর্তা। অন্যদিকে আরও এক গোলরক্ষক লারা শর্মাকে কেরালা ব্লাস্টার্সে দেওয়া হয়েছে।

বেঙ্গালুরু এফসি কর্মকর্তা জানিয়েছেন, ‘ফুটবলারদের চোট থাকায় আমাদের অনুশীলন পরিচালনা করতে অসুবিধা হচ্ছে।’ মঙ্গলবার লিগ পরিচালনাকারী ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগের ১০তম মরশুম সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে‌।’ ফেডারেশনের আধিকারিক বলেছেন, ‘এআইএফএফ এফএসডিএলকে চিঠি দিয়েছে জানিয়ে যাতে লিগ শুরু হওয়ার সময় সব শীর্ষ ফুটবলারকে পাওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করতে। তবে এশিয়ান গেমসের সময় যদি আইএসএল শুরু হয় তাহলে ক্লাবগুলি ফুটবলারদের ছেড়ে ছাড়ার জন্য কোনোভাবেই বাধ্য নয়। একমাত্র ফিফা উইন্ডোর সময় তারা ফুটবলারদের ধরে রাখতে পারবে না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং বেঙ্গালুরু এফসি এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চালাছে।’

এআইএফএফ মহাসচিব শাজি প্রভাকরণ মঙ্গলবার জানিয়েছেন তিনি আশাবাদী এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক সান্ধু এশিয়ান গেমসে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। তিনি বলেন, ‘জাতীয় দলের পাশাপাশি আমাদের বেঙ্গালুরুর ইনজুরি সমস্যাকেও দেখতে হবে এই বিষয়টিকে আমরা উপেক্ষা করে যেতে পারি না।’ গেমসের জন্য ভারতের প্রধান কোচ ইগর স্টিমাকের স্কোয়াডে ছয়জন খেলোয়াড় বেঙ্গালুরু এফসি থেকে।

(Feed Source: hindustantimes.com)