উলুবেড়িয়ায় ‘এই’ সাইজের ইলিশ! তাজ্জব সকলে, দাম আর ওজন শুনলে আঁতকে উঠতে হবে

উলুবেড়িয়ায় ‘এই’ সাইজের ইলিশ! তাজ্জব সকলে, দাম আর ওজন শুনলে আঁতকে উঠতে হবে

উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় গঙ্গায় পেল্লাই সাইজের ইলিশ। ৩ কেজি ওজনের ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। ৩ কেজি ইলিশের দাম উঠল ৯ হাজার টাকা। উলুবেড়িয়া হীরাগঞ্জ এলাকায় গঙ্গা নদীতে জগন্নাথ বাগ নামে এক মৎস্যজীবীর জালে উঠে এই পেল্লাই ইলিশ।

ইলিশ দেখতে ভিড় স্থানীয়দের। এর আগে ৩ কেজি ওজনের ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েনি। ৩ কেজি ওজনের ইলিশ পেয়ে খুশি মৎস্যজীবীরাও।

এদিকে, দিঘায় উঠল লক্ষ লক্ষ টাকা দামের তেলিয়া ভোলা। দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে ৯ টি তেলিয়া ভোলা মাছের দেখা মিলল। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম চড়ে সেই মাছগুলি। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে এক মৎস্য ব্যবসায়ী এদিন দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে।

মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়। গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রফতানি হয়। দিঘার জি-কে ডি আড়তে এই মাছের নিলাম হয়। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছিলেন মৎস্যজীবীরা, তেমনই ভিড় জমিয়েছিলেন দিঘার পর্যটকরাও। ইতিপূর্বে দিঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ দর ও ওজন এর আগে দেখা যায়নি।

(Feed Source: news18.com)