Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
উলুবেড়িয়ায় ‘এই’ সাইজের ইলিশ! তাজ্জব সকলে, দাম আর ওজন শুনলে আঁতকে উঠতে হবে
উলুবেড়িয়ায় ‘এই’ সাইজের ইলিশ! তাজ্জব সকলে, দাম আর ওজন শুনলে আঁতকে উঠতে হবে

উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় গঙ্গায় পেল্লাই সাইজের ইলিশ। ৩ কেজি ওজনের ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। ৩ কেজি ইলিশের দাম উঠল ৯ হাজার টাকা। উলুবেড়িয়া হীরাগঞ্জ এলাকায় গঙ্গা নদীতে জগন্নাথ বাগ নামে এক মৎস্যজীবীর জালে উঠে এই পেল্লাই ইলিশ। ইলিশ দেখতে ভিড় স্থানীয়দের। এর আগে ৩ কেজি ওজনের ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েনি। ৩ কেজি ওজনের ইলিশ পেয়ে খুশি মৎস্যজীবীরাও। এদিকে, দিঘায় উঠল লক্ষ লক্ষ টাকা দামের তেলিয়া ভোলা। দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে ৯ টি তেলিয়া ভোলা মাছের দেখা মিলল।…

Read More