সব থেকে বেশি মাইনে দেয় কোন সংস্থা? Google, Apple, Meta নাকি Microsoft!

সব থেকে বেশি মাইনে দেয় কোন সংস্থা? Google, Apple, Meta নাকি Microsoft!

কলকাতা: ইঞ্জিনিয়াররা সব থেকে বেশি বেতন পান কোথায়! নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে বেশ কয়েকটি সংস্থার নাম। তার মধ্যে প্রথম সারিতে রয়েছে Google, Apple, Meta এবং Microsoft।

বিশ্বের এই প্রধান প্রযুক্তি সংস্থাগুলি অন্য যেকোনও বড় সংস্থার তুলনায় ইঞ্জিনিয়ারদের ভাল বেতন দেয় বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক কে কেমন বেতন দেয়—

সম্প্রতি Google-এর একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করেন, দিনে মাত্র এক ঘণ্টা কাজ করে বার্ষিক ১৫০,০০০ ডলার (প্রায় ১.২ কোটি টাকা) উপার্জন করা যায়। এই দাবি নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা।

প্রযুক্তি কর্মীদের জন্য তৈরি একটি ওয়েবসাইট Blind-এর মতে, Google এবং Meta সাধারণত অন্য বড় প্রযুক্তি সংস্থাগুলির তুলনায় তাদের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের অনেক বেশি বেতন দেয়।

আবার একই সঙ্গে প্রতিবেদনে দাবি করা হয়েছে, Apple এবং Microsoft-র মতো সংস্থা নতুন চাকরিতে ঢোকা ইঞ্জিনিয়ারদের খুবই কম বেতন দিয়ে থাকে।

তবে উচ্চ পদের কথা বিবেচনা করতে গেলে দেখা যায় এই সংস্থাগুলি প্রায় একই রকম বেতন দিয়ে থাকে। Blind-এর দেওয়া তথ্যে অবশ্য স্থান পেয়েছে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অগাস্ট পর্যন্ত বেতনের পরিসংখ্যান।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, Amazon-ও প্রচুর বেতন দিয়ে থাকে তার ইঞ্জিনিয়ারদের। কিন্তু এই সংস্থায় একজন কর্মীকে পদোন্নতি পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। এই সংস্থার মোট বেতনের বিন্যাস এক একজন কর্মীর ক্ষেত্রে এক একরকম হতে পারে।

আবার iPhone নির্মাতা সংস্থা Apple-এর সামগ্রিক বেতন অন্য সংস্থাগুলির মতো বেশি নয় বলেই দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। কিন্তু এই সংস্থা তার কর্মীদের পদ ও বেতনের সীমা ন্যায্য ভাবে বণ্টন করে। তা অনেক বেশি নির্ভরযোগ্য।

প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে সব থেকে সামঞ্জস্যপূর্ণ ও উচ্চ বেতন দিয়ে থাকে Google। নিম্নপদে থাকা কোনও কর্মী পক্ষে উচ্চপদের কোনও ব্যক্তির সমান বেতন পাওয়া কখনই সম্ভব নয়।

পাশাপাশি Facebook, Instagram এবং WhatsApp-এর মূল সংস্থা Meta-তে ইঞ্জিনিয়াররা তুলনামূলক ভাবে দ্রুত পদোন্নতি পেয়ে থাকেন। অন্যতম উচ্চ বেতন পাওয়া কর্মীরাও তাদেরই।

Microsoft-এর সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন কাজের স্তর রয়েছে। তবে যেকোও স্তরেই এদের সামগ্রিক বেতন অন্য সংস্থাগুলির তুলনায় কম।

(Feed Source: news18.com)