ওয়ানডে খেলতে নেমে টি-২০-র রান বাংলাদেশের, এশিয়া কাপে টাইগারদের গর্জন শেষ!

ওয়ানডে খেলতে নেমে টি-২০-র রান বাংলাদেশের, এশিয়া কাপে টাইগারদের গর্জন শেষ!

পাল্লেকেলে: একদিনের ক্রিকেটে নেমে টি২০-র মতো রান!

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের শুরুতেই হোঁচট খেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন তারা ১৬৪ রানে অল আউট। শ্রীলঙ্কার তিন পেসার এবং অলরাউন্ডার হাসারাঙ্গা চোটের জন্য খেলতে পারছেন না। তবু সেই সুযোগ নিতে পারল না বাংলাদেশ।

৪২.৪ ওভারে মাত্র ১৬৪ রানে অল-আউট হয় সাকিব আল হাসানের দল। পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে।

৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তানজিদ তামিমের এদিন অভিষেক হয়। তবে তিনি রানের খাতাই খুলতে পারলেন না।

আরেক ওপেনার মহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পেয়েও করেন ২৩ বলে ১৬ রান। নাজমুল হোসেন শান্ত  সঙ্গ দলকে ভরসা দেন। অধিনায়ক সাকিবও আউট হন কম রানে।

৯৫ রানে নেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। রানের গতি কমতে থাকে।  ১২২ বলে ৭ চারে ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল হাসান শান্ত। তিনি না থাকলে বাংলাদেশের ইনিংস আরও কমে শেষ হতে পারত।

(Feed Source: news18.com)