Bank jobs update: অ্যাপ্রেন্টিস নিচ্ছে SBI, শূন্যপদ ৬১৬০, জলদি আবেদন করুন

Bank jobs update: অ্যাপ্রেন্টিস নিচ্ছে SBI, শূন্যপদ ৬১৬০, জলদি আবেদন করুন

NEW DELHI : যাবতীয় প্রতীক্ষার অবসান। অবশেষে বেরিয়েছে  SBI Apprentice Recruitment 2023 এর নোটিফিকেশন। এটির রেজিস্ট্রেশন চালু হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে ও বন্ধ হবে ২১ সেপ্টেম্বর। সবমিলিয়ে মোট ৬১৬০ টি শূন্যপদ ভরার জন্য এবার নোটিফিকেশন বার করেছে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক।  

গুরুত্বপূর্ণ বিষয় একটি মাথায় রাখতে হবে যে কেবল একটি রাজ্যের জন্যই আবেদন করা যাবে। সেখানে থেকে একবারই এই প্রজেক্টের জন্য আবেদন করতে পারবেন। যাবতীয় তথ্য পেয়ে যাবেন sbi.co.in ওয়েবসাইটে। তবে তার আগে সংক্ষেপে যদি আপনি যদি জানতে চান নির্বাচন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য, তাহলে স্ক্রল ডাউন করুন অবশ্যই।

পরীক্ষা কবে

  • পরীক্ষা হবে অক্টোবর বা নভেম্বর মাসে
  • আবেদন করতে পারবেন ১ সেপ্টেম্বর থেকে
  • ২১ সেপ্টেম্বর অবধি আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

বাছাই প্রক্রিয়া

অনলাইনে লিখিত পরীক্ষা থাকবে ও তারপর স্থানীয় ভাষায় পরীক্ষা হবে। পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন ও সর্বোচ্চ মার্কস থাকবে ১০০। ইংলিশের জ্ঞান পরখের জন্য কিছু প্রশ্ন থাকবে। সেটা ছাড়া বাকি প্রশ্নগুলি ইংলিশ, হিন্দি, বাংলা ছাড়াও আরও বারোটি ভাষায় থাকবে। 

অ্যাপ্লিকেশন ফি

জেনারেল ও ওবিসিদের জন্য ফর্মের দাম ৩০০ টাকা করে। বিশেষ ভাবে সক্ষমদের জন্য ফর্মের কোনও দাম দিতে হবে না। তফশিলি জাতি ও উপজাতির চাকরি প্রত্যাশীরাও বিনামূল্যে ফর্ম সংগ্রহ করে পরীক্ষা দিতে পারেন। এই সংক্রান্ত বিস্তারিত জানতে এসবিআই ওয়েবসাইটে ক্লিক করুন। 

(Feed Source: hindustantimes.com)