দেখুন তো প্রথমেই কোনটা দেখছেন? এর থেকেই বোঝা যাবে আপনি দৃঢ়চেতা না কি সরল

দেখুন তো প্রথমেই কোনটা দেখছেন? এর থেকেই বোঝা যাবে আপনি দৃঢ়চেতা না কি সরল

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! প্রথমে ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই দেখে নেওয়া যাক। আজকের ছবিটিতে দেখা যাচ্ছে একটি জঙ্গলের দৃশ্য। কিন্তু ছবিটির মধ্যেই লুকিয়ে রয়েছে টুকরো টুকরো ছবি। যেমন- জঙ্গলের গাছপালার মধ্যেই তৈরি হয়েছে একটি মুখের আদল। আবার এক জায়গায় যেন তৈরি হয়েছে একটি মহিলার অবয়ব, যিনি আপেল পাড়ছেন।

তবে এই ছবিটি থেকে কোনও কিছুই খুঁজে বার করতে হবে না। আজকের অপটিক্যাল ইলিউশন ধাঁধার এই ছবিটিতে প্রথম কাকে দেখা যাচ্ছে, সেটা থেকেই বোঝা যাবে মানুষের চরিত্র এবং ব্যক্তিত্বের গোপন দিক। আসলে মানুষটা সরল-সাদাসিধে না কি দৃঢ়চেতা প্রকৃতির, সেটাই বোঝা যাবে এখান থেকে।

আপেল পাড়ছেন এক মহিলা:

ছবিটির মধ্যে যদি এই দৃশ্যটাই প্রথমে দৃষ্টি আকর্ষণ করে, তাহলে বুঝতে হবে যে, এঁরা সাধারণত সরল-সাদাসিধে প্রকৃতির। তাই সকলেই যে ভাল ভাবেন, সেটা ভাবার কোনও দরকার নেই। ফলে সতর্ক থাকা আবশ্যক। তবে হ্যাঁ, অতীত অভিজ্ঞতা থেকে নিজেকে মজবুত এবং দৃঢ়চেতা করতে সক্ষম হবেন এঁরা।

মহিলার মুখের আদল:

যাঁরা প্রথমেই মহিলার মুখের আদল দেখতে পাচ্ছেন, তাঁরা সাধারণত এনার্জিতে ভরপুর থাকেন। নিজের লক্ষ্য পূরণের জন্য বদ্ধপরিকর থাকেন। এই ধরনের মানুষগুলির সাধারণত শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। খোলাখুলি কথা বলতে পছন্দ করে। আর প্রচণ্ড সৎ হন এঁরা। তার জন্য অন্যদের সঙ্গে সমস্যাও হয়ে থাকে। তবে এতে খুব একটা বিচলিত হয় না এই মানুষগুলি।

(Feed Source: news18.com)