‘বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক রাজ্যের নির্দেশ মানতে বাধ্য নন,’ চিঠি রাজভবনের

‘বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক রাজ্যের নির্দেশ মানতে বাধ্য নন,’ চিঠি রাজভবনের

কলকাতা: রাজ্যের সঙ্গে আরও দ্বন্দ্ব বাড়ল রাজ্যপালের। উপাচার্যদের ক্ষমতা কার্যত বাড়ালেন রাজ্যপাল। উপাচার্য ছাড়া আর কোনও বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সরকারের নির্দেশ মানতে বাধ্য নয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রধান উপাচার্যই। যতক্ষণ না পর্যন্ত কোনও উপাচার্য রাজ্যের নির্দেশকে মানতে অনুমতি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক রাজ্যের নির্দেশ মানতে বাধ্য নন।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার বা অফিসাররা স্বাধীন নন। উপাচার্যের নির্দেশ অনুযায়ী তাঁদের কাজ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত উপাচার্য অনুমতি দিচ্ছেন, রেজিস্ট্রার বা সহ উপাচার্য রাজ্য সরকারের কোনও নির্দেশ কার্যকর করতে পারবেন না। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্টারদের চিঠি দিল রাজভবন।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবার উপাচার্য সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়নি, সেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত, আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন।

একাংশের মতে, কার্যত নজিরবিহীন সিদ্ধান্তই নিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়নি, সেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত, আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে এবার নয়া নির্দেশ জারি করা হল।

(Feed Source: news18.com)