স্ট্যালিনের বক্তব্য ‘সনাতন ধর্মের অবমাননা’, ইন্ডিয়া জোটকে নিশানা অমিত শাহের

স্ট্যালিনের বক্তব্য ‘সনাতন ধর্মের অবমাননা’, ইন্ডিয়া জোটকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটকে ফের তুমুল নিশানা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সম্প্রতি সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার ইন্ডিয়া জোটকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজস্থানের ডুঙ্গারপুরে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিরোধী জোটের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘আপনারা কীসের মূল্যে ক্ষমতা চান? আপনারা সনাতন ধর্ম এই দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে অসম্মান করছেন।’ প্রসঙ্গত ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে স্ট্যালিনের পার্টি ডিএমকে। তাই উদয়নিধির মন্তব্যকে ধরেই অমিত শাহ আক্রমণ শানিয়েছেন। এদিনের জনসভায় শাহ বলেন, ‘প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছেলে চাইছেন সনতান ধর্মকে শেষ করে দিতে। আপনারা কি সেটাই চান?’

অমিত শাহ বলেন, ‘ডিএমকে এবং কংগ্রেস নেতারা ভোটের জন্য সনাতন ধর্মকে অপমান করছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধির মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনাতন ধর্মকে সাম্য ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী বর্ণনা করে স্ট্যালিন সুম্প্রতি বলেন, “এটি বিলুপ্ত করা উচিত।”

ডিএমকে নেতার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়ে অমিত শাহ বলেন, “গত দু’দিন ধরে ‘ভারত’ জোট ‘সনাতন ধর্ম’কে অপমান করছে। ডিএমকে এবং কংগ্রেস নেতারা ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য ‘সনাতন ধর্ম’ শেষ করার কথা বলছেন। এই প্রথম নয় যে তাঁরা আমাদের ‘সনাতন ধর্ম’কে অপমান করেছেন।”

(Feed Source: news18.com)