প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য কী ভাবছে? UGC-র কড়া প্রশ্নের মুখে যাদবপুর

প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য কী ভাবছে? UGC-র কড়া প্রশ্নের মুখে যাদবপুর

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-এর প্রতিনিধি দল৷ হস্টেলের পরিকাঠামো-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভিন্ন দিক খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ সূত্রের খবর অনুযায়ী যাদবপুরের পরিকাঠামো নিয়ে মোটেই সন্তুষ্ট নয় ইউজিসি৷ হস্টেল নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তাঁরা৷

কয়েকদিন আগেই ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে চিঠি মারফত জানান হয় আসার কথা৷ কথামতোই সোমবার হাজির হলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ ছাত্রমৃত‍্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে র‍্যাগিং সংক্রান্ত সমস্ত নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন ইউজিসির সদস্যরা৷ সূত্রের খবর অনুযায়ী হস্টেলের পরিকাঠামো নিয়ে ইউজিসির একাধিক প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য এখনও কেন আলাদা হস্টেল হয়নি বিশ্ববিদ্যালয়ের কাছে তা জানতে চেয়েছে ইউজিসি৷ প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য কি পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয়? জানতে চেয়েছে ইউজিসি৷ ইউজিসির একাধিক আইন রয়েছে র‍্যাগিং আটকানোর জন্য। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য র‍্যাগিং নিয়ে একাধিক প্রচার এবং কর্মসূচি করার কথা বলা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে৷

এই সমস্ত বিষয়গুলি নিয়েই একাধিক প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলেই সূত্রের খবর৷ প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য হস্টেল নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তার নির্দিষ্ট কিছু রিপোর্ট এদিন ইউজিসির সামনে দিতে পারল না কর্তৃপক্ষ বলেই সূত্রের খবর।

(Feed Source: news18.com)