২১ অগস্ট থেকে শুরু হবে ইউজিসি নেট, এবার অগ্নিপরীক্ষা দেবে NTA
বৃন্দা তুলসীয়ান ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মোডে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন( ইউজিসি)-ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি-নেট) পরিচালনা করবে। গত ১৮ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একদিন পর তা বাতিল করা হয়। এনটিএ ugcnet.nta.ac.in. এখানে পরীক্ষাসূচিটা প্রকাশ করেছে। পরীক্ষার কেন্দ্র বণ্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার ১০ দিন আগে এনটিএ ওয়েবসাইটে পোস্ট করা হবে। প্রসঙ্গত গত ১৮ জুন দুই শিফটে বিভক্ত হয়ে কাগজ ও কলমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রথম পর্বে সকাল…