প্যারিসে নরকবাস করেছি- মেসির পরে নেইমার, PSG নিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা

প্যারিসে নরকবাস করেছি- মেসির পরে নেইমার, PSG নিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা

লিওনেল মেসির পরে এবার নেইমরা। পিএসজি নিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা ফুটবলার। এলএম ১০-এর ছোঁয়ায় বদলে গিয়েছে ইন্টার মায়ামি। পিএসজি-র জার্সিতে দু’ বার লিগ ওয়ান খেতাব জেতেন মেসি। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভাগ্য বদলাতে পারেননি মেসি। নেইমার ও মেসি এখন ক্লাব বদলে ফেলেছেন। ঠিকানা বদলেছে দুই তারকারই। কিন্তু পুরনো ক্লাবে তাঁদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল, তা ভুলতে পারেননি দুই তারকাই। তাই পিএসজি প্রসঙ্গ উঠলেই অভিমানী হয়ে পড়েন মেসি ও নেইমার।

২০১৭ সালে রেকর্ড অর্থে বার্সেলোনা থেকে নেইমারকে দলে তুলে নিয়েছিল পিএসজি। তবে তারপর থেকে নাকি সেই ক্লাবে টিকতেই পারছিলেন না নেইমার। খেলায়ও নিজের সেটাও দিতে পারেননি তিনি। এরপরে নেইমারের উপর রেগে গিয়েছিল পিএসজি সমর্থকরা। ক্লাব ছাড়ার ঠিক কয়েক মাস আগেই ব্রাজিলিয়ান তারকার বাড়ির সামনে বিক্ষোভও করে ক্লাবটির সমর্থকরা। শুধু তাই নয়, ক্লাব ছাড়ার পর পিএসজির সমর্থকরা নেইমারকে উদ্দেশ্য করে কটুকথা লিখে ব্যানার নিয়েও এসেছিল মাঠে। এবার নেইমারও দিলেন সবকিছুর উত্তর দিলেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘পিএসজি-তে আমরা খুব হতাশ ছিলাম। আমরা ওখানে নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। চ্যাম্পিয়ন হতেই গিয়েছিলাম, ইতিহাস তৈরি করার ইচ্ছা ছিল আমাদের। দুর্ভাগ্যক্রমে আমরা সফল হইনি।’ তিনি আরও বলেন, ‘প্যারিসে আমরা নরকবাস করেছি।’ নেইমারের মতো মেসিও পিএসজিতে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। আর্জেন্তাইন মহাতারকাকে একবার নিষিদ্ধও করেছিল ক্লাব। এ ছাড়া সমর্থকদের দুয়ো তো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। ক্লাব ছাড়ার পর নেইমারের মতো তাঁকে নিয়েও অপমানজনক পোস্টার বানিয়েছিল পিএসজি সমর্থকরা। নেইমার বলেন, ‘আর্জেন্তিনার হয়ে সে স্বর্গবাস করেছে। তার জন্য খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু প্যারিসে আমরা নরকবাস করেছি। আমার মতে, প্যারিসে তার সঙ্গে অন্যায় করা হয়েছে। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সে (পিএসজি থেকে) যেভাবে চলে গিয়েছে, সেটি প্রাপ্য ছিল না।’

বার্সেলোনায় নিজের সেরা সময় কাটালেও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসেই তারকা হিসেবে বেড়ে উঠেছিলেন নেইমার। নেইমার বলেন, ‘সান্তোসে ফেরার ইচ্ছা আছে। কবে জানি না। তবে ফিরব, এটা নিশ্চিত।’ এদিকে নেইমার জানিয়েছেন, তাঁর বন্ধু মেসির সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি পিএসজিতে। মেসিকে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে, তা একপ্রকার অসম্মানজনক বলে মনে করেন নেইমার। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে ফ্রি ট্রান্সফার হিসেবে যোগ দিয়েছেন। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ সময় ধরে একই ক্লাবে খেলেছেন নেইমার। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। তাই মেসির সঙ্গে সমর্থকদের এমন আচরণ ভালোভাবে নেননি নেইমারও।

(Feed Source: hindustantimes.com)