ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে তলব ED-র! আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে তলব ED-র! আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

কলকাতা: তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরার নির্দেশ। আগামী মঙ্গলবারই তৃণমূল সাংসদকেও হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এছাড়া কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও আসতে বলা হয়েছে। প্রসঙ্গত অগাস্টের শুরুতেই নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় চব্বিশ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল ইডির দফতরে। একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

যদিও এই প্রসঙ্গে নুসরত জাহান আগেই জানিয়েছিলেন, “এটি দশ বছর আগের ঘটনা। যা বলার আইনজীবীরাই বলবেন”। তারকা সাংসদের তরফ থেকে তখন জানানো হয় গোটা বিষয়টি তার আইনজীবীরা দেখছেন। যেহেতু ED-র মতো সংস্থার কাছে নালিশ জানানো হয়েছে, তাই এই মামলাটি নিয়ে তাঁর আইনজীবীরা আইনি পথেই এগোবেন বলে জানা গিয়েছিল।

এর আগে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে গেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা।

শঙ্কুদেবের সঙ্গে থাকা প্রতারিতদের অভিযোগ, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি। দাবি করা হচ্ছে, ওই সময় এই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। প্রতারিতদের দাবি তাদের বলা হয়েছিল, পরবর্তী চার বছরের মধ্যে তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়।

এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন বলেও অভিযোগ। এখন এই মামলায় নুসরতকে তলব করেছে ইডি।

(Feed Source: news18.com)