বক্স অফিসে আরও একবার সুনামির ঢেউ আছড়ে পড়েছে তাও সেটা শাহরুখের হাত ধরে। ওঁর তুলনা যেন উনিই। দর্শক কী চাইছে, কনটেন্ট না অন্য কিছুর প্রত্যাশা বেশি সেই অনুযায়ী নিজেকে ভেঙে রোম্যান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হয়ে ধরা দিয়ে বারবার মন জয় করে নিচ্ছেন কিং খান। আর পরিণাম? শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান সব রেকর্ড ভেঙে প্রথমদিন সবথেকে বেশি আয় করা ছবির খেতাব জিতল। এর আগে এই খেতাব শাহরুখের পাঠানের কাছে ছিল, এবার সেটা এল জওয়ানের কাছে। আর ফলস্বরূপ এই ছবির প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত।
জওয়ান ছবিটির ১৪ লাখ অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছিল। প্রথমদিন আনুমানিক ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এটি ভারতে। হ্যাঁ, ঠিক পড়লেন ৭৫ কোটি! আর প্রথমদিন এই বিপুল ব্যবসার পর, তুমুল সাড়া পাওয়ার পর অনেক তারকারাই শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন। বা গেলেন না কঙ্গনাও।
বলিউডের বিতর্কের কুইন কঙ্গনা রানাওয়াত এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে লেখেন ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় থেকে এক দশক ধরে স্ট্রাগল করে দর্শকদের সঙ্গে নিজের কানেকশন বানান ৪০-৫০ বছর বয়সে এসে। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান সেটা বাস্তব জীবনেও কিছু কম সুপার হিরোইক নয়।’
তিনি আরও লেখেন, ‘আমার এখনও সেই সবসময়ের কথা মনে আছে যখন লোকজন ওঁর বিরুদ্ধে লিখত, ওঁর পছন্দকে হ্যাটা করত। কিন্তু ওঁর স্ট্রাগল বরাবর মাস্টার ক্লাসের ছিল। যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয় তাঁদের নিজেদেরকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এভাবেই। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ইশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায় সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
জন্মাষ্টমীর সময়ই সপ্তাহের মাঝে মুক্তি পেল জওয়ান। কিন্তু তাতে কী, দর্শক থেকে শাহরুখ ভক্তরা তাতেই প্রথম দিন বাজিমাত করে দিল। অকাল উৎসবে ভাসছে এখন গোটা দেশ। জওয়ান জ্বরে আক্রান্ত সকলেই।
(Feed Source: hindustantimes.com)