জওয়ান হিট হতেই ভোলবদল কঙ্গনার, গদগদ ভাষায় প্রশংসা কিং খানের
বক্স অফিসে আরও একবার সুনামির ঢেউ আছড়ে পড়েছে তাও সেটা শাহরুখের হাত ধরে। ওঁর তুলনা যেন উনিই। দর্শক কী চাইছে, কনটেন্ট না অন্য কিছুর প্রত্যাশা বেশি সেই অনুযায়ী নিজেকে ভেঙে রোম্যান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হয়ে ধরা দিয়ে বারবার মন জয় করে নিচ্ছেন কিং খান। আর পরিণাম? শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান সব রেকর্ড ভেঙে প্রথমদিন সবথেকে বেশি আয় করা ছবির খেতাব জিতল। এর আগে এই খেতাব শাহরুখের পাঠানের কাছে ছিল, এবার সেটা এল জওয়ানের কাছে। আর…