পাঁচ ম্যাচে অপরাজিত এমবাপের ফ্রান্স, জয় পেল নেদারল্যান্ডস ও পোল্যান্ডও

পাঁচ ম্যাচে অপরাজিত এমবাপের ফ্রান্স, জয় পেল নেদারল্যান্ডস ও পোল্যান্ডও

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে জিতেছে ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ডেনমার্ক। জয় পেয়েছে এক সময়ের পরাক্রমশালী দল হাঙ্গেরিও। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে বৃহস্পতিবার রাতে পার্ক দি প্রিন্সেসে আয়ারল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে তারা। দলের হয়ে গোল দুটি করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার আরেলিয়ান চুয়ামিনি ও ইন্টার মিলান ফরোয়ার্ড মার্কাস থুরাম। এদিন গোল না পেলেও প্রথম গোলের অ্যাসিস্ট করেছেন পিএসজির তারকা কিলিয়ান এমবাপে।

উয়েফা ইউরো কোয়ালিফায়ার্সের পঞ্চম রাউন্ডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে ফ্রান্স। ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠা ফ্রান্স এই ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছিল। ওরেলিয়াঁ চুয়ামেনি ও মার্কুস তুরামের গোলে ২-০ গোলের জয় পায় তারা। এদিন ৪-২-৩-১ ফর্ম্যাটে একাদশ সাজিয়েছিলেন ফ্রান্সের কোচ। ম্যাচে শুরু থেকেই আয়ারল্যান্ডের ওপর চড়াও হয় ফ্রান্স। ম্যাচের তিন মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। যদিও এই যাত্রায় রক্ষা পায় আইরিশরা। শুরুর চাপ কাটিয়ে উঠার আগে আরও একটি সুযোগ তৈরি করেন কিলিয়ান এমবাপে। তবে এবারও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ফ্রান্স। অবশেষে ম্যাচের ১৯তম মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। এমবাপের বাড়িয়ে দেওয়া বল আয়ারল্যান্ডের জালে পাঠান ওরেলিয়াঁ চুয়ামেনি। এরপর ম্যাচের ৪৮তম মিনিটে অসাধারণ এক গোলে ফ্রান্সকে ২-০ গোলে এগিয়ে নেন মার্কুস তুরাম। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ের মধ্য দিয়ে উয়েফা ইউরো কোয়ালিফায়ার্সের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ের মুখ দেখল দলটি।

এই গ্রুপের অপর ম্যাচে গ্রিসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। এদিনের জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাচরা। তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। ডাচদের হয়ে এদিন গোল করেছেন মার্টিন ডি রন, কোডি গাপকো ও ভাউট ভেগহোর্স্ট। শেষ দুটি গোলের সহায়তা করেছেন ইন্টার ডিফেন্ডার ডেঞ্জাল ডামফ্রিস। একই রাতে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপের ম্যাচে ফারাও আইল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পোল্যান্ড। দলের হয়ে দুটি গোলই করেছেন বার্সেলোনা তারকা রবার্ট লেওয়ানডোস্কি। চার ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে দিয়েছে হাঙ্গেরি। ম্যাচের দশম মিনিটে আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় হাঙ্গেরি। দলের হয়ে গোলদুটি করেছেন বার্নাবাস ভার্গা ও উইলি ওর্বান। ‘এইচ’ গ্রুপে জয় পেয়েছে ডেনমার্ক ও স্লোভেনিয়াও। ঘরের মাঠে সান মারিনোকে ৪-০ গোলের ব্যবধানে হারায় ডেনমার্ক। আর নর্দান আইল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে স্লোভেনিয়া। এদিনের অন্য ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ ড্র করে সাদিকুদের আলবেনিয়া।

(Feed Source: hindustantimes.com)