G20 Summit 2023 LIVE: সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য, আলোচনায় মোদী-বাইডেন

G20 Summit 2023 LIVE: সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য, আলোচনায় মোদী-বাইডেন

G20 Summit 2023 Live Updates: শনিবার এবং রবিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের থিম হল ‘এক বিশ্ব, এক পরিবার’। তারইমধ্যে আজ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে আলোচনা করেছেন। সেই বৈঠকে কী কী হচ্ছে ও সার্বিকভাবে জি২০ সম্মেলন ঘিরে কী কী হচ্ছে, তার লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

08 Sep 2023, 09:26:25 PM IST

G20 Summit 2023 LIVE: জি২০ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গাপুজো বাংলার রাজ্যপালের

ভারতে জি২০ সম্মেলনের সাফল্য কামনা করে গঙ্গাপুজো সিভি আনন্দ বোসের। শুক্রবার বাবুঘাটে গঙ্গাপুজো করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আজ সকাল-সকাল বাবুঘাটে চলে আসেন রাজ্যপাল। পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করে মা গঙ্গার কাছে ভারতের সাফল্য কামনা করেন। মা গঙ্গার উদ্দেশ্যে অঞ্জলিও দেন রাজ্যপাল।

08 Sep 2023, 09:02:57 PM IST

G20 Summit 2023 LIVE: মোদী এবং হাসিনার বৈঠকে কী আলোচনা হল?

‘আরও নতুন-নতুন ক্ষেত্রে হাতে মেলাবে ভারত-বাংলাদেশ’, অঙ্গীকার মোদী ও হাসিনার – জি২০ সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

08 Sep 2023, 08:37:08 PM IST

G20 Summit 2023 LIVE: সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা মোদী-বাইডেনের

ভারতের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক চলছে নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য আলোচনা চলছে।

08 Sep 2023, 08:17:45 PM IST

G20 Summit 2023 LIVE: ভারতে এলেন ট্রুডো ও এরদোয়ান

ভারতে এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তাঁরা জি-২০ সম্মেলনে যোগ দেবেন।

08 Sep 2023, 07:55:09 PM IST

G20 Summit 2023 LIVE: কী কী বিষয়ে কথা হয়েছে মোদী ও হাসিনার, জানাল ভারত

ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, ‘নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে দু’দেশের বন্ধন আরও মজবুত করার বিষয়ে তাঁর একমত হয়েছেন। সেইসঙ্গে দু’দেশের মানুষের সম্পর্কের বন্ধনও মজবুত করার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।’

08 Sep 2023, 07:43:26 PM IST

G20 Summit 2023 LIVE: রাশিয়া-ইউক্রেনের সংঘাত নিয়ে ভারতকে জ্ঞান নয়, বললেন সুনক

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান কী হবে, তা নিয়ে ‘পরামর্শ’ দিলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ইস্যুতে কী অবস্থান হওয়া উচিত, সেটা আমি ভারতকে বলব না। তবে আমি জানি যে আন্তর্জাতিক আইনি, রাষ্ট্রসংঘের সনদ এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানায় ভারত।’

08 Sep 2023, 07:24:34 PM IST

G20 Summit 2023 LIVE: ‘আমি গর্বিত হিন্দু’, বললেন ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, ‘আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি। আমি এরকমই। আশা করছি যে কোনও মন্দিরে যেতে পারব আমি। কয়েকদিন এখানে আছি আমি। সদ্য রাখীপূর্ণিমা গিয়েছে। আমার বোনেদের থেকে রাখী পেয়েছি। জন্মাষ্টমী পালনের মতো সময় পাইনি। তবে এবার যদি কোনও মন্দিরে যেতে পারি, তাহলে আমার স্বপ্নপূরণ হবে।’

08 Sep 2023, 07:01:03 PM IST

G20 Summit 2023 LIVE: দিল্লিতে চলে এলেন বাইডেন, বৈঠক করবেন মোদীর সঙ্গে

দিল্লিতে পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যিনি জি২০ সম্মেলনে যোগ দেবেন।

08 Sep 2023, 06:45:40 PM IST

G20 Summit 2023 LIVE: জি২০ সম্মেলনের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে

G-20 Security: জলে, স্থলে, আকাশে কড়া নজরদারি, মোতায়েন যুদ্ধবিমান, জি-২০ তে নজরকাড়া সুরক্ষা – মেগা সম্মেলনের জন্য কীভাবে দিল্লিকে নিরাপত্তার চাদের মুড়ে ফেলা হয়েছে,

08 Sep 2023, 06:32:20 PM IST

G20 Summit 2023 LIVE: ‘চিন একটি বহুপাক্ষিক দেশ’, বললেন জি২০ শেরপা

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারইমধ্যে জি২০ শেরপা অমিতাভ কন্ত জানান, চিন একটি বহুপাক্ষিক দেশ। আর বহুপাক্ষিক বিষয়গুলি দ্বিপাক্ষিক বিষয়ের থেকে একেবারে আলাদা।

08 Sep 2023, 06:22:09 PM IST

G20 Summit 2023 LIVE: হাসিমুখে সাক্ষাৎ, হাসিনার সঙ্গে বৈঠক সারলেন মোদী

জি২০ সম্মলেনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’জনে একেবারে হাসিমুখে সাক্ষাৎ করেন। তারপর একাধিক আধিকারিকের উপরস্থিতিতে দু’জনে আলোচনা সারেন। হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

08 Sep 2023, 06:18:28 PM IST

G20 Summit 2023 LIVE: রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিচ্ছেন মমতা

জি২০ সম্মেলনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত মণ্ডপমে সেই নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে জি২০ সম্মেলন হবে। নবান্ন সূত্রে খবর, নৈশভোজে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন।

08 Sep 2023, 06:11:17 PM IST

G20 Summit 2023 LIVE: ৩ দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী

আগামী তিনদিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনের মধ্যেই শনিবার ব্রিটেন, জাপান, জার্মানি এবং ইতালির রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সূত্রের খবর, রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মোদী।

08 Sep 2023, 06:02:17 PM IST

G20 Summit 2023 LIVE: মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী

মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা জি২০ সম্মেলন শুরুর আগে মোদীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। তবে তাঁদের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানানো হয়নি।

08 Sep 2023, 06:00:05 PM IST

G20 Summit 2023 LIVE: ‘জি২০ সম্মেলন আয়োজনের জন্য এখন সেরা দেশ ভারত’

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘জি২-র মধ্যমে ভারতের সাফল্যের গাঁথা ফুটে উঠছে। এই সম্মেলন আয়োজনের জন্য এখন ভারতই সেরা দেশ। আমার মনে হচ্ছে যে আগামী দু’দিন অত্যন্ত ভালো কাটবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সিদ্ধান্ত নেওয়া হবে।’

08 Sep 2023, 05:49:26 PM IST

G20 Summit 2023 LIVE: আমেরিকা, বাংলাদেশ ও মরিশাসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, আশা মোদীর

শুক্রবার সন্ধ্যায় তিন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে নিজেই টুইটারে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আমার বাসভবনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মুখিয়ে আছি। মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করব আমি। ওই বৈঠকের মাধ্যমে ওই তিনটি দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার সুযোগ মিলবে এবং ওই দেশগুলির সঙ্গে ভারতের সমন্বয় আরও বাড়বে।’

08 Sep 2023, 05:49:26 PM IST

G20 Summit 2023 LIVE: বাইডেন, হাসিনা-সহ ৩ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন মোদী

শনিবার এবং রবিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের সম্মেলনের থিম হল ‘এক বিশ্ব, এক পরিবার’। যা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গে আলোচনা করেছেন।