অর্থনৈতিক অবরোধে মুখ্যমন্ত্রী কোনও অধ্যাপকের বেতন বন্ধের কথা বলেননি: ব্রাত্য বসু

অর্থনৈতিক অবরোধে মুখ্যমন্ত্রী কোনও অধ্যাপকের বেতন বন্ধের কথা বলেননি: ব্রাত্য বসু

কলকাতা: রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে পৌঁছেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন বলে সোমবারই অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিয়েছিলেন৷

মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারির পরই প্রশ্ন উঠেছিল নানা মহলে। শুক্রবার মমতার হুঁশিয়ারির বর্ণনা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেছেন। কোনও অধ্যাপকের বেতন বন্ধের কথা বলেননি। অর্থনৈতিক অবরোধের মধ্যে অনেক কিছুই পড়ে। গ্রান্ট বন্ধ,অনেক কিছুই পড়ে।’

ব্রাত্য বসু এদিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সমালোচনা করেন। তাঁর কথায়, ‘তিনি ছোট ছোট পুতুল নিয়ে খেলছেন। পুতুল হয়ে যাঁরা থাকতে চাইছেন তাঁদের অ্যাকাডেমিক ক্যারিয়ারের কথা ভাবুন। আজ এসেছেন কাল চলে যাবেন সেটা তো নয়। আপনারা কেন সেই পুতুল খেলায় সামিল হবেন? উনি যে মহাম্মদ বিন তুঘলকের মতো করবেন সেটা তো তখন ভাবেননি।’

রাজ্যপালের সাম্প্রতিক উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। সেই প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু এদিন বলেন, ‘উনি যাঁদের উপাচার্য হিসেবে নিয়োগপত্র দিয়েছেন তাঁরা হচ্ছেন ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, এটা ঠিক আদালত বলেছে উপাচার্য নিয়োগ বেআইনি ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী সবাইকে ইস্তফা দিতে হয়। এই সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। যাঁরা এখন উপাচার্য হলেন তাঁরা কি সবাই সন্দেহের উর্ধ্বে?’।

(Feed Source: news18.com)