নবগ্রাম থানায় লকআপে মৃত্যুর ঘটনায় এ বার নথিপত্র খতিয়ে দেখছে সিআইডি

নবগ্রাম থানায় লকআপে মৃত্যুর ঘটনায় এ বার নথিপত্র খতিয়ে দেখছে সিআইডি

কলকাতা: নবগ্রাম থানায় পুলিশের হেফাজতে ধৃত গোবিন্দ ঘোষের মৃত্যুতে এ বার অনেকগুলি প্রশ্ন তুলতে শুরু করল সিআইডি৷ তদন্তের স্বার্থে এ বার পুলিশ খতিয়ে দেখছে, গোবিন্দ ঘোষের গ্রেফতারি কি আইন মেনে হয়েছিল? এ ছাড়াও গ্রেফতার নথিপত্রও খতিয়ে দেখছেন সিআইডি-এর গোয়েন্দারা৷ পাশাপাশি চলছে বয়ান রেকর্ডের কাজ৷ সূত্রের খবর, মঙ্গলবার থানার সাসপেন্ড হওয়া ওসির বয়ান রেকর্ড করবে সিআইডি৷

পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যে গত দু’দিনে এসআই, এএসআই, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি৷ পাশাপাশি তদন্তে উঠে এসেছে প্রশ্ন, অ্যারেস্ট মেমো ছাড়াই বাড়ি থেকে গোবিন্দকে তুলে নিয়ে এসেছিল নবগ্রাম থানার পুলিশ৷ এমন কী কোনও গ্রেফতারি পরোয়ানা ছিল না বলেও তথ্য উঠে এসেছে তদন্তে৷ এই বেনিয়মের কারণেই ঘটনার পরের দিনই থানার ওসি ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়৷

নবগ্রাম থানার সিঙ্গার গ্রামের বাসিন্দা ছিলেন গোবিন্দ ঘোষ৷ তাঁকে পুলিশি লক-আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে৷ অভিযোগ করা হয়, জিজ্ঞাসাবাদের নােম তিনদিন ধরে থানার লক-আপে আটকে রেখে দেয় নবগ্রাম থানার পুলিশ৷ এর পর ৪ অগাস্ট তাঁর দেহ উদ্ধার করা হয়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়৷ গোবিন্দের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ৷ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলে৷ পরে সেই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে৷

(Feed Source: news18.com)