‘ব্যক্তিগত কারণে ইস্তফা’, রাজ্যকে জবাব যাদবপুরের প্রাক্তন উপাচার্যের

‘ব্যক্তিগত কারণে ইস্তফা’, রাজ্যকে জবাব যাদবপুরের প্রাক্তন উপাচার্যের

কলকাতা: রাজ্যপালের মতের সঙ্গে একমত নন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অমিতাভ দত্ত। উচ্চশিক্ষা দফতরের চিঠির উত্তর ইমেল করে পাঠালেন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অমিতাভ দত্ত। ইমেইল করে তিনি উচ্চশিক্ষা দফতরকে লিখলেন তিনি তাঁর ব্যক্তিগত কারণেই ইস্তফা দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে। তাঁর পদত্যাগ পত্রের কপিও উচ্চশিক্ষা দফতরকে ইমেইল করে দিলেন প্রাক্তন উপাচার্য অমিতাভ দত্ত।

গত সপ্তাহ রাজ্যপাল ভিডিও বার্তায় অভিযোগ করেছিলেন, যাঁরা পদত্যাগ করেছিলেন তাঁদের শিক্ষা দফতরের উচ্চপদস্থ আইএস অফিসাররা ভয় দেখিয়ে পদত্যাগ করাতে বাধ্য করেছেন। যদিও তারপর উচ্চশিক্ষা দপতরের তরফে পাঁচ পদত্যাগী উপাচার্যের থেকে রাজ্যপালের বক্তব্যের সত্যতা আছে নাকি তা জানতে চাওয়া হলে অবশেষে এদিন ইমেইল করে তার উত্তর দিলেন যাদবপুরের প্রাক্তন উপাচার্য।

রাজ্য ও রাজ্যপাল সংঘাত চলছে শিক্ষাক্ষেত্র নিয়ে৷ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কার্যত রাজ্যের কোনও মতামতকেই গুরুত্ব দেয়নি রাজভবন৷ তাই নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷

ইতিমধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠকেও বসতে চেয়েছেন তিনি৷ কিন্তু রাজভবনের নিষেধাজ্ঞার কথা জানিয়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তরবর্তীকালীন উপাচার্যরা রেজিস্ট্রারদের যেতে নিষেধ করেছেন সেই বৈঠকে৷ কোথায় এই দ্বন্দ্বের সমাপ্তি, তার আভাষ এখনও দেখা যাচ্ছে না মোটেই৷

(Feed Source: news18.com)