রোহিতের কেরিয়ারে ধোনির সেই গুরুত্বের কথা উল্লেখ করে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার তথা অন্যতম সফল ওপেনার গৌতম গম্ভীর বলছেন, “১০ হাজার রান করা তাঁর পক্ষে সহজ ছিল না। অনেক চরাই উতরাই দেখেছেন । সেই সময়ের কথা মনে করে রোহিতও অধিনায়ক হিসাবে সেইসব তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়াবেন যাঁরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ রোহিত শর্মা রোহিত শর্মা হয়ে উঠেছেন ধোনির জন্য।” গম্ভীরের মতে, ধোনি যে কাজ করেছেন, একই কাজ রোহিতকেও করতে হবে।
তাঁর সংযোজন, “রোহিতের শুরুর দিকের কঠিন সময়ে নাগাড়ে পাশে দাঁড়িয়ে গেছেন এমএস। যদি তিনিও রান নয়, অধিনায়ক হিসাবে কোনও উত্তরাধিকার ছেড়ে যেতে চান, তাহলে তরুণ খেলোয়াড়দের পেছনে তিনি কীভাবে দাঁড়াচ্ছেন তার উপর সবকিছু নির্ভর করছে। উঠতি খেলোয়াড়দের কীভাবে তিনি এগিয়ে নিয়ে যান তা দেখার আছে।”
ভবিষ্যতে যে রোহিত স্টার ব্যাটার হয়ে উঠবেন তা নিয়ে গোড়াতেই নিশ্চিত ছিলেন গৌতম। গম্ভীর বলেন, “ঘরোয়া ম্যাচে রোহিত আমার দলের বিরুদ্ধে খেলছিলেন। আমার দল ৩৫০ রান তুলেছিল। ৫ নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। ১৩০ রান করেন। কঠিন পরিস্থিতি থেকে নিজের দলকে জিতিয়ে আনেন। ওয়াসিম জাফরকে সেই সময় জিজ্ঞাসা করেছিলাম ছেলেটা কে ? সেই দিন থেকে জানি যে এই ছেলেটা বিশেষ ।”
প্রসঙ্গত, সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও ধোনির পর ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে ১০ হাজার বা তার বেশি রান করলেন রোহিত।
(Feed Source: abplive.com)