‘সুপ্রিম কোর্টে হেরে শিক্ষামন্ত্রী প্রলাপ বকছেন,’ কটাক্ষ বিজেপির

‘সুপ্রিম কোর্টে হেরে শিক্ষামন্ত্রী প্রলাপ বকছেন,’ কটাক্ষ বিজেপির

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ মামলার জট কাটাতে সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠনের নির্দেশ দিল। আর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে রাজ্যের হার হল বলেই মনে করছে রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “জটিলতা শুরু হয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের জন্যই। সরকারের একচ্ছত্র ও একদলীয় মনোভাব প্রতিষ্ঠা করার জন্যই উপাচার্য নিয়োগে জটিলতা দেখা দিয়েছে।”

শমীক ভট্টাচার্য আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তিনি রাজ্যের মালিক। ইউজিসির গাইডলাইন না মেনে একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে, শান্তি প্রতিষ্ঠা করতে এবং সামগ্রিকভাবে শৃঙ্খলা ফেরাতে অস্থায়ীভাবে উপাচার্য নিয়োগ করেছেন আইন মেনে। উনি তো ইউজিসির গাইডলাইন বহির্ভূত কোনও কাজ করেননি। শীর্ষ আদালতের রায় রাজ্যপালের অবস্থানই স্পষ্ট করল। সুপ্রিম কোর্টের অবস্থানে রাজ্য হেরে গিয়ে শিক্ষামন্ত্রী প্রলাপ বকছেন।”

বলা বাহুল্য, উপাচার্য নিয়োগ মামলায় জট কাটাতে শুক্রবার পথ খুঁজে দিল সুপ্রিম কোর্ট। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ বলে, “উভয় পক্ষকে বসে সমাধান খুঁজতে হবে। আপনাদের মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠানকে এ সবের বাইরে রাখতে হবে।পড়ুয়াদের স্বার্থ সবার আগে দেখতে হবে।” সেই সঙ্গে সর্বোচ্চ আদালতের নির্দেশ, “সার্চ কমিটি গঠন করতে হবে। আচার্য, পশ্চিমবঙ্গ সরকার ও ইউজিসি-কে কমপক্ষে ৩ জন করে বিশেষজ্ঞের নাম জমা দিতে হবে।’

(Feed Source: news18.com)