ফর্ম পূরণ করেননি, ‘যতদিন স্টিম্যাচ কোচ থাকবেন, ততদিন জায়গা হবে না’ তরুণ তারকার!

ফর্ম পূরণ করেননি, ‘যতদিন স্টিম্যাচ কোচ থাকবেন, ততদিন জায়গা হবে না’ তরুণ তারকার!

ভারতীয় ফুটবল দলের উঠতি তরুণ ফুটবলার আপুইয়া। ২২ বছর বয়সী এই ফুটবলার ভারতের হয়ে ৯ জুন ইন্টার-কন্টিনেন্টাল কাপে ভারতের হয়ে শেষবার খেলেছেন। আইএসএলে মুম্বাই সিটির হয়ে মিডফিল্ডারের ভূমিকায় দেখা যায় তাঁকে। তরুণ এই ফুটবলার অনেক দূর যাবেন বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। হঠাৎই বেশ কয়েকটি টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে এই ফুটবলারকে দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠতে শুরু করেছে কোথায় গেলেন আপুইয়া? সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে জায়গা পাননি তিনি।

এমনকী মঙ্গোলিয়ার বিরুদ্ধে খেলার পর ইন্টার-কন্টিনেন্টাল কাপেও তাকে দেখা যায়নি তাঁকে। এএফসি অনূর্ধ্ব-২৩ দলের যোগ্য হলেও তাঁকে নেওয়া হয়নি। কিংস কাপের সম্ভাব্য তালিকায় তিনি ছিলেন কিন্তু মূল দলে জায়গা পাননি। হঠাৎ এই ফুটবলারকে কেন দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে চারদিকে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এশিয়ান কাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে। সেই দলেও নেই মুম্বই সিটির এই ফুটবলার। তাকে দলে নেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে মাঠের বাইরের এক সমস্যার জন্য ভারতীয় ফুটবল দলের সুযোগ হচ্ছে না এই তরুণ ফুটবলারের। সূত্র মারফত জানা যাচ্ছে, ইন্টার কন্টিনেন্টাল কাপের আগে মে মাসে ভুবনেশ্বরে জাতীয় দলের প্রস্তুতি শিবির চলাকালীন দলের মনোরোগ বিশেষজ্ঞ একটি ফর্ম দেন ফুটবলারদের। সেখানে ফুটবলারদের কিছু বিশেষ প্রশ্ন করা হয়। সেই ফর্ম নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করে দেননি আপুইয়া। এই কথা প্রধান কোচ ইগর স্টিমাচকে জানান তিনি। তারপরেই এই মিডফিল্ডারের ওপর ক্ষুব্ধ হন প্রধান কোচ। সেই ফলস্বরূপ আর দলে জায়গা হচ্ছে না তাঁর।

টাইমস অফ ইন্ডিয়াকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ‘প্রধান কোচ ইগর এই ঘটনা জানার পর ফুটবলারের কার্যকলাপের উপর রেগে যান। তারপরেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।’ জানা যাচ্ছে ইগর আপুইয়ার ওপর এতটাই রেগে যান যে তার মুখের ওপর বলে দেন জাতীয় দলে তাঁর আর সুযোগ হবে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা আরও বলেন, ‘আমরা জানি না কেন আপুইয়া ওই ফর্ম পূর্ণ করতে পারেনি। ওর মনে হয় কোনও সাহায্যের দরকার ছিল। তবে মনোরোগ বিশেষজ্ঞ ওই অভিযোগ তোলার পরে ইগর আপুইয়াকে সরাসরি জানিয়ে দেন তিনি প্রধান কোচের দায়িত্বে থাকাকালীন সে আর দলে সুযোগ পাবে না।’

(Feed Source: hindustantimes.com)