সর্বনাশ! আগামী দশ বছরে চাকরি হারাবেন ৯০ শতাংশ মানুষ!ভয়ঙ্কর সত্যি জানুন বিস্তারিত

সর্বনাশ! আগামী দশ বছরে চাকরি হারাবেন ৯০ শতাংশ মানুষ!ভয়ঙ্কর সত্যি জানুন বিস্তারিত

কলকাতা: ছুটছে জীবন, পাল্লা দিয়ে ছুটছে প্রযুক্তি। আগামী কয়েক বছরে বিশ্ব নিয়ন্ত্রণের ভার অনেকটাই চলে যাবে কৃত্রিম মেধার হাতে। এটা বুঝতে আর বাকি নেই। কিন্তু কৃত্রিম মেধা বা AI-এর বাড়বাড়ন্ত কি সত্যিই মানুষের কদর কমিয়ে দেবে? বেকারত্ব বাড়াবে? তা নিয়ে এখনও দ্বিধা রয়েছে মানুষেরই মনে। একদল, মনে করেন AI কেড়ে নেবে মানুষের কাজ, মুখের গ্রাস। আবার অনেকে মনে করেন আসলে মানুষকে সাহায্যই করবে এই কৃত্রিম মেধা।

Cred-এর সিইও কুণাল শাহ মনে করেন কৃত্রিম মেধার দাপটে প্রায় ৯০ শতাংশ মানুষ কর্মহীন হয়ে পড়বেন আগামী ১০ বছরে।

সম্প্রতি CNBC-TV18-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুণাল বলেন, ‘এই মুহূর্তে, আমরা AI-এর ঝুঁকিটা বুঝতে পারছি না। কিন্তু আগামী এক দশকের মধ্যে ৯০ শতাংশ মানুষ বেকার হয়ে যেতে পারেন এই কারণে। আগামী ১০ বছরে বহু কাজই অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে।’

তবে অনেক মানুষ এখনও যুক্তি দিচ্ছেন, AI ব্যবহার করে দক্ষতা অর্জন করা যায়। কীভাবে AI ব্যবহার শিখে নিজের চাকরি বজায় রাখতে পারেন তা নিয়েও চলছে আলোচনা। তাঁদের সঙ্গে একমত নন কুণাল। তিনি মনে করেন, মানুষের পক্ষে এত দ্রুত দক্ষতা অর্জন করা সম্ভব নয়। বৃহদাংশের পক্ষেই AI একটি ‘বাস্তব চ্যালেঞ্জ’ হতে চলেছে।

কুণাল বলেন, কোনও মানুষ যদি খুব বেশি রকমের উৎসাহী না হন, বা যে কোনও বিষয়কে একত্র করে ফেলবার দক্ষতা না থাকে তাহলে তাঁর কাজ বাঁচানো প্রায় অসম্ভব।

শুধু কুণালই নন, একই মত পোষণ করেন স্যাম অল্টম্যানও। OpenAI-এর সিইও, অল্টম্যান বিভিন্ন সময়ে কৃত্রিম মেধার দাপটে বেকারত্ব বৃদ্ধির প্রসঙ্গে কথা বলেছেন। গত জুলাইয়ে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছিলেন, মানব সভ্যতার উপর AI-এর প্রভাব সর্বত্র ইতিবাচক নয়। যাঁরা AI নিয়ে কাজ করছেন তাঁরা একপ্রকার ভান করছেন, যেন এটি শুধুমাত্র মানুষের ভালর জন্যই এসেছে, পরিপূরক হিসাবে কাজ করবে মাত্র, কার জীবিকা নষ্ট করবে না।

কিন্ত বাস্তব এতটা সুন্দর নাও হতে পারে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর সংস্থা ChatGPT-এর চেয়েও শক্তিশালী কিছু করতে পারে। কিন্তু এখনই জনসাধারণ তার জন্য প্রস্তুত নয়। তিনি বলেন, ‘আমরা আরও এগোতে পারতাম, এমন কিছু হতে পারত যাতে সকলে স্তম্ভিত হয়ে যান।’ কিন্তু ফলাফল কল্পনা করাও ‘অপ্রীতিকর’ বলে উল্লেখ করেছেন।

(Feed Source: news18.com)