যাদবপুরে বসছে CCTV! উপাচার্য বললেন, ‘সতর্ক থাকবেন, বিক্ষোভ হতে পারে পড়ুয়াদের’

যাদবপুরে বসছে CCTV! উপাচার্য বললেন, ‘সতর্ক থাকবেন, বিক্ষোভ হতে পারে পড়ুয়াদের’

কলকাতা: আগামী সপ্তাহ থেকেই যাদবপুরে বসছে সিসিটিভি। তিন নম্বর ও পাঁচ নম্বর গেটে সিসিটিভির সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। সিসিটিভির দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক। বিশ্ববিদ্যালয় পাঁচটি গেট ও হস্টেলের দুটি গেটে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, “আপাতত গেটে বসলেও ইউজিসি এর গাইড লাইন অনুযায়ী হোস্টেলে সিসিটিভি বসানো হবে।” তাহলে কী এবার হোস্টেলের গেটের পাশাপাশি হোস্টেলের অন্যান্য জায়গাতেও বসবে সিসিটিভি? উপাচার্যের কথায় জল্পনা চরমে।

অন্যদিকে, সিসিটিভি বসানোর কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকেও বার্তা দিয়েছেন উপাচার্য। তিনি বলেছেন, মঙ্গলবার থেকেই সিসিটিভি বসানোর কাজ শুরু হবে ক্যাম্পাসে। বসানোর ক্ষেত্রে বিক্ষোভ হতে পারে পড়ুয়াদের। আপনারা সতর্ক থাকবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে নিরাপত্তায় জোর দিচ্ছে কর্তৃপক্ষ। হস্টেলের নিরাপত্তারক্ষীদের হাতে লাঠি, বাঁশি, টর্চ থাকবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হল বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠকে। আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এক্স-সার্ভিস ম্যানদের রাখার কথা বলা হলেও, এবার বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের হাতে লাঠি, বাঁশি, টর্চ দিতে চায়।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের সঠিকভাবে সরঞ্জাম দিয়ে সজ্জিত করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠকে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে নিরাপত্তা রক্ষীদের।

(Feed Source: news18.com)