এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, খেতাবি লড়াইয়ে ভাঙতে পারে একাধিক রেকর্ড

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, খেতাবি লড়াইয়ে ভাঙতে পারে একাধিক রেকর্ড
কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাবি লড়াইয়ে রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই খেতাবি লড়াইয়ে একাধিক রেকর্ড ভাঙা, গড়ার সুযোগ রয়েছে। একদিকে ট্রফি জিতে যেখানে পাঁচ বছরের ট্রফি খরা কাটানোর পাশাপাশি ভারতের (Indian Cricket Team) সামনে এশিয়ার সফলতম দল হিসাবে নিজেদের রেকর্ড বজায় রাখার হাতছানি রয়েছে। সেখানে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) সামনে খেতাব জিতে ভারতের কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দশ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই ম্যাচেও ভারতীয় অধিনায়কের সামনে একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। রবিবাসরীয় ফাইনালে রোহিত শর্মা ৬১ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এশিয়া কাপের ওয়ান ডে ফর্ম্যাটে হাজার রান করার কৃতিত্ব নিজের নামে করবেন।

এর পাশাপাশি টুর্নামেন্টের ওয়ান ডে ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ারও হাতছানি রয়েছে রোহিতের সামনে। তার জন্য প্রয়োজন আর ৩৩ রান। রোহিত যদি ম্যাচে অর্ধশতরান হাঁকাতে পারেন, তাহলে তিনি অর্জুন রণতুঙ্গার রেকর্ড ভেঙে এশিয়া কাপে সর্বাধিক সাত অর্ধশতরান করা অধিনায়ক হয়ে যাবেন। পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসাবে পঞ্চম এশিয়া কাপ ফাইনাল খেলতে নামবেন ‘হিটম্যান’।

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকার (Dasun Shanaka)I এই টুর্নামেন্টটা ব্যক্তিগতভাবে ভাল না কাটলেও, তিনি কিন্তু নেতা হিসাবে দুরন্ত পারফর্ম করেছেন। এই বছরই তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা নাগাড়ে ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল। শনাকার নেতৃত্বেই গত বছর টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত এশিয়া কাপ জিতেছিল দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কা যদি রবিবার খেতাব জিততে সমর্থ হয়, তাহলে তিনি প্রথম অধিনায়ক হিসাবে দুই ভিন্ন ফর্ম্যাটে নাগাড়ে খেতাব জিতবেন।

শ্রীলঙ্কার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত সেমিফাইনাল ম্যাচে ৯১ রানের অসামান্য ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। তিনি ফাইনালে ৯৩ রান করতে পারলেই কুমার সঙ্গকারার রেকর্ড ভেঙে এক এশিয়া কাপ টুর্নামেন্টে সর্বাধিক রান করা কিপার-ব্যাটার হয়ে যাবেন। মেন্ডিস এখনও পর্যন্ত এই এশিয়া কাপে পাঁচ ইনিংসে ৫০.৬০ গড় ও ৯০.০৩ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন।

(Feed Source: abplive.com)