ইডির ডিরেক্টর পদ থেকে অবসর সঞ্জয় মিশ্রের, আপাতত দায়িত্বে রাহুল নবীন

ইডির ডিরেক্টর পদ থেকে অবসর সঞ্জয় মিশ্রের, আপাতত দায়িত্বে রাহুল নবীন

কলকাতা: বারবার তাঁর মেয়াদ বৃদ্ধি নিয়ে দেশজুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। অবশেষে অবসর নিলেন সঞ্জয় মিশ্র। ইডির ডিরেক্টর পদে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হল শুক্রবার। ১৯৯৩ ব্যাচের আইআরএস রাহুল নবীনকে অ্যাকটিং ডিরেক্টর হিসাবে স্থানাভিষিক্ত করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি পর্যন্ত রাহুল নবীন ডিরেক্টর পদের দায়িত্ব সামলাবেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর।

রাহুল নবীন বর্তমানে ইডির সিনিয়র অফিসারদের মধ্যে একজন। যিনি একটা সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চিফ ভিজিলান্স অফিসার হিসাবে কাজ করেছেন।

২০১৮ সালের ১৯ নভেম্বর সঞ্জয় মিশ্রকে ইডির ডিরেক্টর পদে দায়িত্ব দেয় কেন্দ্রীয় সরকার। দুবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময়। এরপর ২০২০ সালের নভেম্বর মাসে সঞ্জয় মিশ্রর ডিরেক্টর পদে থাকার মেয়াদ দুই থেকে তিন বছর করে দেওয়া হয়েছিল। জুলাই মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ১৫ সেপ্টেম্বরের পর আর ডিরেক্টর পদে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো যাবে না। সেই নির্দেশ মেনেই ১৫ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হতেই আনা হল রাহুল নবীনকে। যতদিন পর্যন্ত না পূর্ণ সময়ের ইডি ডিরেক্টর নির্বাচন করা হচ্ছে, ততদিন এই পদের  দায়িত্ব সামলাবেন রাহুল।

(Feed Source: news18.com)