রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে মুখ্যমন্ত্রী, সঙ্গী সৌরভও, দেখলেন পরিকাঠামো ব্যবস্থা

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে মুখ্যমন্ত্রী, সঙ্গী সৌরভও, দেখলেন পরিকাঠামো ব্যবস্থা

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ নতুন করে নির্মিত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেই নতুন মাঠে প্রথম ম্যাচ খেলেছে রিয়াল। নব কলেবরে সেজে ওঠা সেই স্টেডিয়ামের ছাদ প্রয়োজন মতো খোলা-বন্ধ করা যায়। শুধু তাই নয়, মাঠও চলে যায় মাটির নীচে।

স্টেডিয়ামটিকে যখন বাণিজ্যিক কারণে ভাড়া দেওয়া হবে, তখন পৃথক একটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। মাঠের যাতে কোনও ক্ষতি না হয়, তাই তা ভাঁজ করে ঢুকে যাবে মাটির নীচে। সেখানে জল, অতিবেগনি রশ্মি দিয়ে সতেজ রাখা হবে ঘাস। নতুন সান্তিয়াগো বার্নাবিউতে এখন একসঙ্গে ৮৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। রিয়াল মাদ্রিদের সেই স্টেডিয়াম এদিন দেখে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন মাদ্রিদে ছুটির দিন। তাও স্টেডিয়াম পরিকাঠামো দেখার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তা জেনেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান লা লিগা কর্তৃপক্ষ। এদিন মাদ্রিদের সময় অনুযায়ী বিকেলে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি ছিলেন বাংলার ফুটবল ক্লাবের প্রতিনিধিরাও। মাঠের পরিকাঠামোও দেখেন তাঁরা।

অন্যদিকে, জানা গিয়েছে, কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি। এদিন এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বর্তমানে তিনি স্পেনে রয়েছেন। ইতিমধ্যে মাদ্রিদে লা লিগার কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুণালের দাবি, সেই বৈঠকেই মিলেছে ফল। বাংলার ফুটবল উন্নয়নে বিশেষভাবে আগ্রহী লা লিগা কর্তৃপক্ষ। অ্যাকাডেমি তৈরির পাশাপাশি লিওনেল মেসিও কলকাতায় আসবেন বলে জানিয়েছেন কুণাল।

(Feed Source: news18.com)