দল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, ট্রফি জিতে জবাব, বলছেন হার্দিক

দল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, ট্রফি জিতে জবাব, বলছেন হার্দিক

আমদাবাদ: আইপিএল (IPL) অভিষেকেই সাফল্য। প্রথমবার আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আইপিএলের বয়স পনেরো হয়ে গেলেও গুজরাতের এটাই প্রথম আইপিএল। আর সেই টুর্নামেন্টে শুরু থেকে দাপট দেখান হার্দিক পাণ্ড্য-ডেভিড মিলার-মহম্মদ শামিরা। শেষ পর্যন্ত রবিবার ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হেলায় হারিয়ে প্রথমবার আইপিএলে নেমেই ট্রফি জিতে নিল গুজরাত। ১১ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত টাইটান্স।

চ্যাম্পিয়ন হওয়ার পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না হার্দিক পাণ্ড্য। দিচ্ছেন না কোনও গরমাগরম বিবৃতিও। আইপিএলের আগে তাঁর নিজের কেরিয়ার নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যেন সব সমালোচনার জবাব দিয়ে দিলেন হার্দিক। জাতীয় দলের জার্সিতে তাঁর বোলিং না করা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নকেও ছুড়ে ফেলেছেন হার্দিক। ফাইনালে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩ উইকেট। হার্দিক দেখিয়ে দিয়েছেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি।

ম্যাচের পর কোচ আশিস নেহরার সঙ্গে হাল্কা মেজাজে আড্ডা মারেন হার্দিক। সেখানে দুজনকে প্রশ্নোত্তর পর্ব সারতেও দেখা যায়। পরে গুজরাত টাইটান্সের তরফ থেকে সেই ভিডিও ট্যুইট করা হয়। কী কথাবার্তা হল অধিনায়ক ও কোচের মধ্যে, তা হুবহু তুলে ধরা হল…

নেহরা: কেমন অনুভূতি হচ্ছে, মিস্টার পাণ্ড্য?

হার্দিক: দারুণ অনুভূতি। প্রথম মরসুমেই ছক্কা মেরে দিয়েছি। এর চেয়ে বড় গর্বের মুহূর্ত আর কী হতে পারে! দল তৈরির সময় লোকেরা বলেছিল ব্যাটিংয়ে অনেক কিছুর অভাব রয়েছে, কেউ বলেছিল বোলিং ঠিকঠাক নয়। ঠিক আছে, লোকেরা বলতেই থাকে…

নেহরা: কে বলেছিল এসব কথা?

হার্দিক: আরে এখন আমাদের কাছে ট্রফি আছে তো বাকি কিছু নিয়ে ভাবার দরকার কী! আর এই জয়ের বিরাট কৃতিত্ব আশু ভাইয়ের। প্রত্যেককে এত পরিশ্রম করিয়েছে, এবং সেটা মন থেকে করিয়েছে যে…

নেহরা (থামিয়ে দিয়ে): এরকম কিছুই হয়নি। মিথ্যে বলছে।

হাসিতে ফেটে পড়েন দুজনই…

(Source: abplive.com)